• মন্ত্রীর পিএ পরিচয় দিয়ে হুমকি, গ্রেপ্তার যুবক, আটক নীলবাতি লাগানো গাড়ি...
    আজকাল | ০৯ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মন্ত্রী শশী পাঁজার  আপ্ত সহায়ক পরিচয়ে সাধারণ মানুষকে হুমকি দিতে গিয়ে পুলিশের জালে যুবক। ধৃতের নাম রাজ শংকর। বৃহস্পতিবার ধৃতকে বারাসত মহকুমা আদালতে পাঠানো হয়েছে। আটক করা হয়েছে নীলবাতি লাগানো একটি চারচাকা গাড়ি।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতার বাসিন্দা রাজ শংকর বেশ কিছুদিন ধরে দত্তপুকুরের কদম্বগাছির বিভিন্ন পাড়ায় গিয়ে সাধারণ মানুষকে হুমকি দিচ্ছিল। শুধু সাধারণ মানুষই নয়, বিভিন্ন থানার পুলিশ আধিকারিকদেরও মন্ত্রীর আপ্ত সহায়ক পরিচয় দিয়ে ওই যুবক বিভিন্ন রকম সুবিধা নিচ্ছিল। তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে। বুধবার রাতে রাজ শংকর কদম্বগাছি পুলিশ ফাঁড়ি সংলগ্ন পাড়ায় নীল রঙের চারচাকা গাড়িতে চেপে গিয়েছিল। সেখানে একটি টোটো গাড়ির সঙ্গে নীলবাতি লাগানো গাড়িটি দুর্ঘটনা ঘটায়। স্থানীয় বাসিন্দারা গাড়িটি আটকাতে গেলে ওই যুবক নিজেকে মন্ত্রী শশী পাঁজার আপ্ত সহায়ক বলে দাবি করে। মন্ত্রীর আপ্ত সহায়ক পরিচয় দেওয়ায় প্রথমে তেমন কেউ প্রতিবাদ করতে সাহস পাননি। স্থানীয় বাসিন্দারা দত্তপুকুর থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করে। কর্তব্যরত পুলিশ আধিকারিক বিভিন্ন জনপ্রতিনিধিদের সঙ্গে মোবাইলে কথা বলে নিশ্চিত হন, মন্ত্রী শশী পাঁজার সঙ্গে ওই যুবকের কোনও যোগাযোগ নেই। ‌

    তারপরই ওই যুবককে পুলিশ আটক করে প্রথমে থানায় নিয়ে যায়। রাতেই তাকে গ্রে প্তার করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে নীল বাতি লাগানো তার চারচাকা গাড়িটিও। রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, 'মন্ত্রীর নাম ভাঁড়ানোটা একটা অপরাধ। ওই যুবকের হয়তো কোনও অভিসন্ধি ছিল। আশা করি, পুলিশ তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেবে।' ওই যুবক আরও কোনও অপরাধ চক্রের সঙ্গে জড়িত আছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।
  • Link to this news (আজকাল)