• তুঙ্গে ভারত-পাক উত্তেজনা, আচমকাই আসানসোলের বন্ধ কারখানায় এলেন সিআরপিএফের কর্তা...
    আজকাল | ০৯ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে হঠাৎই আসানসোলের রূপনারায়ণপুরের বন্ধ হিন্দুস্তান কেবলস কারখানা পরিদর্শন করলেন সিআরপিএফের ডিআইজি নাদিম আহমেদ আনসারি।  বুধবার এই বন্ধ কারখানায় এসে সেখানকার আধিকারিককে সঙ্গে নিয়ে পরিত্যক্ত কেবলস কারখানার সমস্ত এলাকা ঘুরে দেখেন ডিআইজি ও তাঁর সঙ্গে আসা একটি প্রতিনিধি দল। ম্যাপ ধরে ধরে বিভিন্ন মৌজা ঘুরে দেখার পর পৌঁছে যান কেবলসের সীমানায় বয়ে যাওয়া অজয় নদের তীর পর্যন্ত। ঢোকেন ঝোপ জঙ্গলে ঢাকা বন্ধ কারখানার ভেতরেও। পর্যবেক্ষণ শেষে কেবলসের প্রশাসনিক ভবনে তাঁরা বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেন।

    ওয়াকিবহালের মতে এই পরিদর্শন কোনোমতেই রুটিন পরিদর্শন নয়। কোনও বড় উদ্যোগ হিন্দুস্তান কেবলসের মাটিতে রূপ পেতে পারে। যদিও কেন এই পরিদর্শন সেই প্রসঙ্গে  ডিআইজি কোনো মন্তব্য করেননি। তবে সূত্রের খবর দেশের সীমান্তে যখন উত্তেজনা চলছে সেই মুহূর্তে এই পরিদর্শন অন্তত্য তাৎপর্যপূর্ণ।

    পরিদর্শনের পর যে রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে দাখিল করা হবে বলে শোনা যাচ্ছে তাতে আশা জাগছে কেবলসের মাটিতে নতুন কিছু হওয়ার। যেহেতু সিআরপিএফের ডিআইজি নিজে এই এলাকা পরিদর্শন করে গেলেন তাতে সম্ভাবনা জাগছে আধা সামরিক বাহিনীর জন্য অথবা অন্য কিছু গড়ে ওঠার। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে পাকাপাকি ভাবে বন্ধ হয়ে যায় হিন্দুস্তান কেবলস্ কারখানা। এই কারখানার আওতায় ৯৪৭ একর জমি আছে। তারপরও কেন এই পরিদর্শন আগামীদিনে সেটাই এখন দেখার। এখানে নতুন কিছু হলে অবশ্যই স্বাগত জানাবেন সকলে।
  • Link to this news (আজকাল)