• রাফাল-এর ঘাঁটিতে উঁকিঝুঁকি, আটক করল বায়ুসেনা, পরে গ্রেপ্তার
    আজকাল | ০৯ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: উত্তরবঙ্গের হাসিমারায় ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটিতে উঁকিঝুঁকি দিতে গিয়ে ধরা পড়ল যুবক। বায়ুসেনার তরফে তাকে জিজ্ঞাসাবাদ করার পর তুলে দেওয়া হয়েছে স্থানীয় পুলিশের হাতে। অভিযুক্ত যুবক সুজিত ঘোষ আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের বাসিন্দা। বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করা হলে আদালত তাকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। উল্লেখ্য, হাসিমারা বিমান ঘাঁটিতে ভারতীয় বিমান বাহিনীর রাফাল বিমান রাখা আছে। 

    জানা গিয়েছে, বুধবার সকালে গাছে চড়ে সুজিতকে বায়ুসেনার ঘাঁটিতে ঢুকতে দেখেন প্রহরারত বায়ুসেনার কর্মীরা। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে কথাবার্তায় অসঙ্গতি পাওয়া যায় বলে অভিযোগ। দিনভর ওই যুবককে সেনা ছাউনিতে জিজ্ঞাসাবাদ করা হয়। খবর দেওয়া হয় তার বাড়ির লোককে। তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। 

    কথাবার্তায় সন্তুষ্ট না হয়ে বায়ুসেনার তরফে হাসিমারা পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করা হলে বিচারক তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। সংবেদনশীল বিষয় তাই এখনই কিছু বলা সম্ভব নয়। তদন্তে গোটা বিষয়টি পরিষ্কার হবে।
  • Link to this news (আজকাল)