• যুদ্ধ হলে কী করণীয়? অপারেশন সিঁদুরের পরের দিনও শিখল জেলার স্কুল পড়ুয়ারা...
    আজকাল | ০৯ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সীমান্তে যুদ্ধের আঁচ। ফলে বিভিন্ন স্কুলে দেওয়া হচ্ছে নাগরিক সুরক্ষার প্রথামিক পাঠ। যুদ্ধে ক্ষেপনাস্ত্র হামলা হলে কী করনীয়, ব্ল্যাক আউট কি ভাবে করতে হয়,আহতদের উদ্ধার করতে হবে কী ভাবে, সাইরেন বাজলে কোথায় লুকাতে হবে? এসবই পড়ুয়াদের শেখানো হচ্ছে রিষড়ার স্কুলে।

    নিরীহ পর্যটকদের উপর উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করেছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। তার পাল্টা পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুর চালিয়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত।

    মরিয়া পাক বাহিনী দুরমুশ হয়েছে। এবার হয়তো পাল্টা হামলা চালানোর ছক কষছে করছে। শত্রু পক্ষের হামলা হলে কী ভাবে সাধারন নাগরিকরা নিজেদের রক্ষা করবেন? তার মহড়া দিতে কেন্দ্র সরকার নির্দেশ দিয়েছিল রাজ্য গুলোকে। হুগলির রিষড়া বিদ্যাপিঠ স্কুলে ছাত্র ছাত্রীদের মক-ড্রিল করানো হয় বৃহস্পতিবার।

    শিক্ষকরা জানান, যুদ্ধের সময় যদি ক্ষেপনাস্ত্র হামলা হয়, সেসময় কী ভাবে নিজেদের সুরক্ষিত রাখতে হবে তার মক-ড্রিল করা হল। সাইরেন বাজতেই ছাত্র ছাত্রীরা বেঞ্চের তলায় আশ্রয় নেয়। হামলার সময় রাস্তায় থাকলে কান চাপা দিয়ে শুয়ে পড়তে হবে।এসব শেখানো হয়। কেউ আহত হলে তাকে দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পৌঁছাতে হবে কীভাবে তাও শেখনো হয়।

    ছাত্র ছাত্রীরা বলে,সাধারন নাগরিকদের মধ্যে যুদ্ধের সময়ে করণীয় বিষয়গুলি তারা তুলে ধরবে। 
  • Link to this news (আজকাল)