• পাশের হার গত ১০ বছরে সর্বোচ্চ, উচ্চমাধ্যমিকে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মমতা...
    আজকাল | ০৯ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ পরীক্ষার ৫০ দিনের মাথায় উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হল। এবছর পাশের হার গতবারের তুলনায় বেশি বলে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদ জানিয়েছে, পাশের হার গত ১০ বছরের মধ্যে এবারই সেরা।

    সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যাঁরা আশানুরূপ ফল করতে পারেননি, তাঁদের উদ্দেশে বলেছেন, ‘‌ভেঙে পড়ো না।’‌ এক্স হ্যান্ডলে মমতা লিখেছেন, ‘‌আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যারা এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো, তোমাদের সকলকে আমার অনেক অনেক ভালবাসা আর শুভেচ্ছা জানাই! আশা করি তোমরা ভবিষ্যতে আরও সাফল্য পাবে–দেশ ও দশের মুখ আরও উজ্জ্বল করবে। আজ তোমাদের জীবনের এই বিশেষ দিনে আমি তোমাদের বাবা–মা, শিক্ষক–শিক্ষিকা, অভিভাবক–সকলকে আমার অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তাঁরা তোমাদের পাশে ছিলেন বলেই আজ তোমরা এত ভাল ফল করেছো।আর যারা হয়তো আশানুরূপ ফল করতে পারোনি, তাদের আমি বলবো: মন খারাপ কোরো না একদম। চেষ্টা চালিয়ে যাও। দেখবে পরের বার ঠিক ভাল হবে। তোমাদের সবাইকে আমার অনেক আশীর্বাদ আর ভালবাসা জানাই। তোমরা সবাই খুব ভাল থেকো।’‌

    সংসদ জানিয়েছে, এবছর ‘রেগুলার ভিত্তিতে’ পরীক্ষা দিয়েছিলেন ৪ লক্ষ ৭৩ হাজার ৯১৯ জন। উত্তীর্ণ হয়েছেন ৪ লক্ষ ৩০ হাজার ২৮৬ জন। ২০২৪–এ পাশের হার ছিল ৯০ শতাংশ, যা বেড়ে হয়েছে ৯০.৭৯ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯২.৩ শতাংশ, ছাত্রীদের পাশের হার ৮৮.১৩ শতাংশ। মেধাতালিকায় মোট ৭২ জন কৃতী রয়েছেন। 
  • Link to this news (আজকাল)