• বর্তমান পরিস্থিতিতে কেউ যেন কালোবাজারির চেষ্টা না করে, সতর্ক করলেন মুখ্যমন্ত্রী
    বর্তমান | ০৯ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পহেলগাঁও হামলার বিরুদ্ধে যোগ্য জবাব দিয়েছে ভারত। গত মঙ্গলবার রাতে ভারতের প্রত্যাঘাতের ফলে গুঁড়িয়ে গিয়েছে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে থাকা একাধিক জঙ্গি ঘাঁটি। ভারতের এই অভিযানে খুশি দেশবাসী। অপরদিকে বিনা প্ররোচনায় জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর লাগাতার গোলা ছুঁড়ছে পাক সেনা। যার ফলে মৃত্যু হয়েছে প্রচুর ভারতীয়ের। এই হামলার কোনও জবাব দেবে কিনা ভারত, তাই নিয়েই এখন আলোচনা চলছে চায়ের ঠেক থেকে পাড়ার মোড়ে। এমনকী পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ লাগবে কিনা সেই বিষয়ে আলোচনা চলছে সর্বত্র। এই যুদ্ধ জিগিড় যখন মাথাচাড়া দিচ্ছে, সেই সময়ে কালোবাজারির আশঙ্কা থেকেই যায়। সুযোগের সৎ ব্যবহার করে কাঁচা সব্জি থেকে মাছ-মাংসের দাম বাড়াতে থাকে কিছু অসাধু ব্যবসায়ী। এই পরিস্থিতিতে সকলকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।আজ, বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, ‘যে পরিস্থিতি দেখা যাচ্ছে, তাতে সবাইকে বলছি, নিজেদের ভাণ্ডার প্রস্তুত রাখতে। হয়তো ভাবছেন যে কাশ্মীরের উপর দিয়ে সব যাবে। কিন্তু তা নয়। আমাদেরও সমস্যা হতে পারে। তাই সতর্ক থাকতে হবে। এই পরিস্থিতির সুযোগে কেউ যেন কালোবাজারির চেষ্টা না করে। এসব এখন বরদাস্ত করা হবে না। বাজারে জিনিসপত্রের দাম হুট করে বাড়িয়ে দেবেন না কেউ। সরকার সর্বদা নজর রাখবে। কলকাতার বাজার ছাড়াও গ্রামীণ বাজারগুলিতে নজর রাখতে হবে। আপাতত বাজারদর নিয়ন্ত্রণে আছে। গত বছর এই সময়ে যা দাম ছিল, এবছর তা কমেছে অনেকটাই।আলু, পেঁয়াজ, আদা, রসুন সব কিছুর দামই কমেছে। এটাই বজায় রাখতে হবে। বাজারে দাম যেন এর চেয়ে বেশি না হয়। এই পরিস্থিতিতে হয়তো অনেকে ভাবলেন, সীমানা এলাকাগুলো নিয়ে খাদ্যসামগ্রী অন্য রাজ্যে রপ্তানি করে দেবেন, বেশি মুনাফার আশায়, তা কিন্তু হবে না। নজরদারি বাড়াতে হবে। আগেরবার আমি বারণ করা সত্ত্বেও আলু অন্যত্র চলে গিয়েছে। এবার কিন্তু সর্বদা পরিস্থিতি নজরে রাখছে সরকার। জেলায় টাস্ক ফোর্সকে আরও সক্রিয় হতে হবে। বাজারে সারপ্রাইজ ভিজিট করতে হবে।’ 
  • Link to this news (বর্তমান)