• নীলবাতির গাড়ি চড়ে পথচারীকে ধাক্কা, শশী পাঁজার আপ্ত সহায়কের ভুয়ো পরিচয় দিয়ে গ্রেপ্তার ১
    প্রতিদিন | ০৯ মে ২০২৫
  • অর্ণব দাস, বারাসত: বেশ কিছুদিন ধরেই দত্তপুকুরের কদম্বগাছিতে দেখা যাচ্ছিল নীলবাতি লাগানো একটি গাড়ি যাতায়াত করছে। তাতে সওয়ার ব্যক্তি নিজের পরিচয় দিয়েছিলেন মন্ত্রী শশী পাঁজার আপ্ত সহায়ক হিসেবে। এলাকার মানুষজনকে নানা বিষয়ে হুমকি দিতেন বলে অভিযোগ। এবার সেই নীলবাতির গাড়ি এক পথচারীকে ধাক্কা দিতেই ধরা পড়ে গেল সমস্ত কারচুপি! দুর্ঘটনা ঘিরে শোরগোল শুরু হতেই পুলিশের জালে সেই ব্যক্তি। জানা গেল, নিজেকে ভুয়ো পরিচয় দিয়েছিলেন রাজ শংকর নামে ওই ব্যক্তি। আটক করা হয়েছে তাঁর নীলবাতির গাড়িটিও।

    পুলিশ সূত্রে খবর, ধৃত রাজ শংকরের বাড়ি কলকাতার শোভাবাজার এলাকায়। দত্তপুকুর থানার কদম্বগাছি এলাকায় বেশ কিছুদিন ধরেই নীলবাতির গাড়িতে দেখা যাচ্ছিল রাজকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তোলা আদায়ের জন্য এলাকাবাসীকে শাসানিও দিচ্ছিলেন। এরই মধ্যে বুধবার রাতে গাড়িতে থাকা নীলবাতি জ্বালিয়ে সাইরেন বাজিয়ে দ্রুতগতিতে বাদু রোড ধরে আসছিলেন রাজ। কদম্বগাছির আগে এক পথচারীকে গাড়িটি ধাক্কা মারতেই স্থানীয়রা গাড়িটিকে আটকে করে। অভিযোগ, তখন গাড়ি থেকে নেমে নিজেকে মন্ত্রী শশী পাঁজার আপ্ত সহায়ক পরিচয় দিয়ে হম্বিতম্বি করতে থাকে সে। সঙ্গে হুমকিও দেয় বলে অভিযোগ। এনিয়ে এলাকায় উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে আসে দত্তপুকুর থানার কদম্বগাছি ফাঁড়ির পুলিশ। পরিস্থিতি সামাল দিয়ে রাজকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ফাঁড়িতে।

    থানায় রাজকে জিজ্ঞাসাবাদ করে, খোঁজ নিয়ে পুলিশ জানতে পারে মন্ত্রী শশী পাঁজার আপ্ত সহায়ক নন তিনি। জানা গিয়েছে, মন্ত্রীর নাম ভাঁড়িয়ে বেশ কিছুদিন ধরেই এই এলাকায় আসছিলেন। দুর্ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আটক করা হয় নীল বাতির গাড়িটি। ধৃত এলাকায় কোনও মানুষের থেকে প্রভাব খাটিয়ে রাজ টাকা তুলেছে কি না বা অন্য কোনও দুর্নীতির সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)