‘কালোবাজারি নয়, নজর রাখবে সরকার’, যুদ্ধ আবহে কড়া সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
প্রতিদিন | ০৯ মে ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানকে প্রত্যাঘাতে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের পর থেকে যুদ্ধ জিগির মাথাচাড়া দিয়ে উঠেছে। সীমান্তে সংঘাত তো বটেই, একে অন্যের ভূখণ্ডে ঢুকেও আক্রমণ, প্রতি আক্রমণ চলছে। এই পরিস্থিতিতে বাজারদর নিয়ে ব্যবসায়ীদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে তাঁর সতর্কবার্তা, ”যে পরিস্থিতি দেখা যাচ্ছে, তাতে সবাইকে বলছি, নিজেদের ভাণ্ডার প্রস্তুত রাখতে। হয়ত ভাবছেন যে কাশ্মীরের উপর দিয়ে সব যাবে। কিন্তু তা নয়। আমাদেরও সমস্যা হতে পারে। তাই সতর্ক থাকতে হবে। এই পরিস্থিতির সুযোগে কেউ যেন কালোবাজারির চেষ্টা না করে। এসব এখন বরদাস্ত করা হবে না। বাজারে জিনিসপত্রের দাম হুট করে বাড়িয়ে দেবেন না কেউ। সরকার সর্বদা নজর রাখবে।” এছাড়া বাজারে মাছ-মাংসের দামও নিয়ন্ত্রণে রাখতে হবে বলে কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
বাজারদর নিয়ন্ত্রণে রয়েছে কি না, তা নজরে রাখতে রাজ্য সরকারের টাস্ক ফোর্স রয়েছে। শহরের বিভিন্ন বাজার ঘুরে নিয়মিত তার নজরদারি করেন টাস্ক ফোর্সের সদস্যরা। বছরের নির্দিষ্ট সময়ে এনিয়ে পর্যালোচনায় মুখ্যমন্ত্রী নিজে বৈঠক করেন। সেইমতো, বৃহস্পতিবার বাজারের দাম নিয়ন্ত্রণে রাখতে নবান্নে সাংবাদিক বৈঠকের কথা আগেই ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বাজারদর খতিয়ে দেখে বলেন, ”আপাতত বাজারদর নিয়ন্ত্রণে আছে। গত বছর এই সময়ে যা দাম ছিল, এবছর তা কমেছে অনেকটাই। আলু, পিঁয়াজ, আদা, রসুন সব কিছুর দামই কমেছে। এটাই বজায় রাখতে হবে। বাজারে দাম যেন এর চেয়ে বেশি না হয়। এই পরিস্থিতিতে হয়ত অনেকে ভাবলেন, সীমানা এলাকাগুলো নিয়ে খাদ্যসামগ্রী অন্য রাজ্যে রপ্তানি করে দেবেন, তা কিন্তু হবে না। আগেরবার আমি বারণ করা সত্ত্বেও আলু অন্যত্র চলে গিয়েছে। এবার কিন্তু সর্বদা পরিস্থিতি নজরে রাখছে সরকার।”
মুখ্যমন্ত্রীর আরও কড়া বার্তা, ”মনে রাখবেন, এসময়ে এসব করা কিন্তু অপরাধের সমান। সরকার ঠিক সময়ে ঠিক ব্যবস্থা নেবে।” বাজারের চেয়ে ‘সুফল বাংলা’ স্টলগুলিতে সবজির দাম কিছুটা কম। সেকথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী এদিন জানান, সুফল বাংলা স্টল খুব ভালো কাজ করছে। আরও ১০০টি স্টল বাড়ানো হবে।