• বাতিল ছুটি, ২৪ ঘণ্টা নজরদারি, মোবাইল চালু, যুদ্ধ আবহে কর্মীদের একাধিক নির্দেশ কলকাতা পুরসভার
    প্রতিদিন | ০৯ মে ২০২৫
  • অভিরূপ দাস: পহেলগাঁও হামলার পালটা অপারেশন সিঁদুর জারি। ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের আবহ। এই পরিস্থিতিতে এবার কর্মীদের জন্য একাধিক নির্দেশিকা জারি করল কলকাতা পুরসভা। অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হল কর্মীদের ছুটি। ২৪ ঘণ্টা ধরে চলবে নজরদারি। মোবাইল বন্ধ করতে পারবেন না উচ্চপদস্থ কর্মচারীরা।

    জানা গিয়েছে, অনির্দিষ্টকালের জন্য কলকাতা পুরসভার সব কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। কেবলমাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ অনুমতিতেই ছুটি মিলতে পারে। এছাড়া ২৪ ঘণ্টা বিপর্যয় মোকাবিলা বিভাগকে সতর্ক থাকতে হবে, মূলত রাতে। টালা ট্যাঙ্ক-সহ কলকাতা পুরসভার সমস্ত জলাধার ও স্থাপত্যে নজরদারি বাড়াতে হবে। ২৪ ঘণ্টা নজরদারি চলবে। দিনে এবং রাতে, অর্থাৎ সবসময় পুরসভার জলের ট্যাঙ্ক প্রস্তুত রাখতে হবে। বিপর্যয় মোকাবিলা সামগ্রী (ত্রিপল-সহ অন্যান্য জিনিস) এবং ত্রাণ (চাল, ডাল-সহ শুকনো খাবার) সামগ্রী সব সময় প্রস্তুত রাখতে হবে। প্রয়োজনে নতুন করে সংগ্রহ করে তা মজুত করতে হবে।

    সূত্রের খবর, ২৪ ঘণ্টা কলকাতা পুরসভার কন্ট্রোল রুম খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সর্বদা আধিকারিকদের কন্ট্রোল রুমে উপস্থিত থাকতে হবে। বর্ষীয়ান এবং গুরুত্বপূর্ণ আধিকারিকদের মোবাইল সব সময় অন রাখতে হবে। রাতেও যেন মোবাইল বন্ধ না করা হয়। অর্থাৎ যে কোনও আপৎকালীন পরিস্থিতিতে যাতে সহজেই যোগাযোগ করা যায়। ইতিমধ্যেই কলকাতা পুরসভার সমস্ত বিভাগীয় আধিকারিককে এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
  • Link to this news (প্রতিদিন)