• জলপাইগুড়ির সার্কিট বেঞ্চ হাইকোর্টকে হস্তান্তর সম্পন্ন
    বর্তমান | ০৯ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হল। রাজ্য সরকারের কাছ থেকে ওই ভবন নিজেদের হাতে নিল হাইকোর্ট কর্তৃপক্ষ। জলপাইগুড়ি শহর লাগোয়া পাহাড়পুরে তৈরি হওয়া সার্কিট বেঞ্চের ওই নয়া ভবনের ল্যান্ড ডিড বৃহস্পতিবার হস্তান্তর করা হয়। উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম সহ একাধিক বিচারপতি। একইসঙ্গে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলাশাসক শমা পারভিন, জেলার পুলিস সুপার খণ্ডবাহলে উমেশ গণপত এবং জলপাইগুড়ি জেলা প্রশাসনের কর্তারা। 

    সার্কিট বেঞ্চের ভবন হস্তান্তরের পর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বলেন, দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সমস্ত আধুনিক পরিকাঠামো থাকছে সার্কিট বেঞ্চের এই স্থায়ী ভবনে। শীঘ্রই এটি পুরোদমে চালু হয়ে যাবে।  

    জেলাশাসক বলেন, জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের মানুষের জন্য এটি খুবই খুশির খবর। এদিন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ল্যান্ড ডিড হস্তান্তর হয়। একইসঙ্গে ওই সার্কিট বেঞ্চের কতটা কাজ বাকি রয়েছে, তা নিয়ে সমস্ত দপ্তরের আধিকারিকের সঙ্গে বৈঠকও করা হয়েছে। এখন অস্থায়ী পরিকাঠামোয় সার্কিট বেঞ্চ চলছে। এরপর স্থায়ী ভবনে পূর্ণাঙ্গ বেঞ্চ চালু হয়ে গেলে তা আরও ভালো হবে। 

    স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি মেনে কয়েক বছর আগে জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের কাজ শুরু হয় পাহাড়পুরে। জাতীয় সড়কের ধারে বিশাল পরিকাঠামোয় ওই ভবন তৈরি হয়েছে। এখন কাজ প্রায় শেষের মুখে। সার্ভিস রোড, পানীয় জল, বিদ্যুৎ সহ যাবতীয় পরিকাঠামো ইতিমধ্যেই গড়ে তোলা হয়েছে এখানে। নিয়মিত সংশ্লিষ্ট কাজের তদারকি চালাচ্ছেন জেলা প্রশাসনের কর্তাদের পাশাপাশি হাইকোর্টের বিচারপতিরা। 

    বর্তমানে জলপাইগুড়ি স্টেশন রোডের পাশে জেলা পরিষদের ডাকবাংলোয় অস্থায়ী পরিকাঠামোয় সার্কিট বেঞ্চের কাজকর্ম চলছে। স্থায়ী ভবনে তা উঠে এলে পূর্ণাঙ্গ বেঞ্চ চালু হয়ে যাবে। এতে উত্তরবঙ্গের বিচার প্রার্থীদের আর কলকাতা হাইকোর্টে যেতে হবে না। সার্কিট বেঞ্চেই উত্তরের সমস্ত মামলার বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে।
  • Link to this news (বর্তমান)