জেলার কৃতীদের তালিকা প্রকাশ, মেধাতালিকায় না থাকার আক্ষেপ
বর্তমান | ০৯ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ ও সংবাদদাতা, কালিয়াগঞ্জ: অল্পের জন্য উচ্চ মাধ্যমিকে মেধাতালিকায় স্থান না পাওয়ার আক্ষেপ জেলার কৃতী পড়ুয়া ও শিক্ষকদের কথায়। তাঁদের বক্তব্য, দু’চার নম্বর যোগ হলেই মেধা তালিকায় নাম উঠত।
এমন প্রেক্ষাপটে জেলাস্তরের কৃতীদের তালিকা তৈরি করল শিক্ষা দপ্তর। ওই তালিকায় ৪৮৬ নম্বর পেয়ে উত্তর দিনাজপুরে মধ্যে প্রথম হয়েছেন হেমতাবাদ আদর্শ বিদ্যালয়ের ছাত্রী তনুশ্রী সরকার। দ্বিতীয় স্থানে রয়েছেন পাঁচ পড়ুয়া। কালিয়াগঞ্জ সরলা সুন্দরী হাইস্কুলের মহম্মদ রিয়াজ, পুই মহন্ত, নীতিশ রায় এবং ক্ষুদিরামপল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠের শুভদীপ গুহ, সুদর্শনপুর দ্বারিকাপ্রসাদ উচ্চ বিদ্যাচক্রের অগ্ন চক্রবর্তী। প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৪৮৪। তৃতীয় স্থান পেয়েছেন চোপড়া হাইস্কুলের হিরু হালদার। তাঁর প্রাপ্ত নম্বর ৪৮৩। জেলায় প্রথম হওয়া তনুশ্রীর গলাতেও রাজ্যের মেধা তালিকায় নাম না আসার আক্ষেপ। তাঁর কথায়, আর দু’নম্বর পেলে প্রথম দশে স্থান পাওয়া যেত। এই আক্ষেপ থেকেই যাবে। রায়গঞ্জের মেরুয়ালের বাসিন্দা তনুশ্রী বড় হয়ে শিক্ষকতা করতে চান। তাঁর কথায়, প্রফেসর হতে চাই। ভূগোল নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনসারুল রহমান বলেন, তনুশ্রী পড়াশোনায় খুবই ভালো। ওর নাম মেধা তালিকায় নেই দেখে অবাক হয়েছি। আমরা ওর রেজাল্ট রিভিউ করাচ্ছি। স্কুলের সার্বিক ফলাফল ভালো হয়েছে। অন্যদিকে শহরের করোনেশন স্কুলেও সার্বিক ফলাফল ভালো। ২০৫ জন পরীক্ষা দিয়েছিলেন। সবাই পাশ করেছেন। স্কুলের প্রধান শিক্ষক কালীচরণ সাহা বলেন, ২০৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ জন ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে। ৪৭৯ নম্বর পেয়ে স্কুল থেকে প্রথম হয়েছে মৃন্ময় বর্মণ। ২১৫ জন পরীক্ষা দিয়েছিলেন শহরের সুদর্শনপুর দ্বারিকাপ্রসাদ উচ্চ বিদ্যাচক্র থেকে। সকলেই পাশ করেছেন।
প্রধান শিক্ষক অভিজিৎ কুমার দত্ত বলেন, স্কুল থেকে ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ২৭ জন। প্রথম হয়েছে অগ্ন চক্রবর্তী। উচ্চ মাধ্যমিকে উত্তর দিনাজপুর জেলায় প্রথম স্থানাধিকারী তনুশ্রী সরকারকে সম্বর্ধনা। -নিজস্ব চিত্র