স্টেট জেনারেল হাসপাতাল গড়তে উদ্যোগী মন্ত্রী বিপ্লব
বর্তমান | ০৯ মে ২০২৫
সংবাদদাতা, গঙ্গারামপুর: বুনিয়াদপুর শহরে স্বাস্থ্যের হাল ফেরাতে স্টেট জেনারেল হাসপাতাল গড়ার উদ্যোগ নিচ্ছেন মন্ত্রী বিপ্লব মিত্র। জেলায় মেডিক্যাল কলেজ হাসপাতালের দাবি দীর্ঘদিনের। নিজের বিধানসভা কেন্দ্র হরিরামপুরের বুনিয়াদপুর শহরে স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে এবারে কোমর বেঁধে নামলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র।
বুনিয়াদপুর পুরসভার বয়স প্রায় ৯ বছর। শহরের স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করতে এখনও সেভাবে কাজ করতে পারেনি পুরসভা। ৩০ শয্যা বিশিষ্ট বংশীহারি রশিদপুর গ্রামীণ হাসপাতালের উপর নির্ভর করেন ব্লক ও শহরের মানুষ। এদিকে জেলা শহর বালুরঘাটে জেলা হাসপাতাল রয়েছে। গঙ্গারামপুর শহরবাসী সুপার স্পেশালিটি হাসপাতালের সুবিধা পেয়ে থাকেন। ভৌগোলিকভাবে বুনিয়াদপুর শহরের বুকে স্টেট জেনারেল হাসপাতাল তৈরি হলে কুশমণ্ডি, হরিরামপুর বিধানসভার বাসিন্দারা বিশেষভাবে উপকৃত হবেন বলে দাবি অনেকের।
জানা গিয়েছে, গত এপ্রিল মাসে বংশীহারি রশিদপুর গ্রামীণ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠক হয়। সেখানে চেয়ারম্যান বিপ্লব মিত্রের উপস্থিতিতে হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের জন্য প্রস্তাব গ্রহণ করা হয়। সেই প্রস্তাবে ১০০ বেডের স্টেট জেনারেল হাসপাতাল সহ চিকিৎসকদের থাকার জন্য কোয়ার্টার, প্রসূতি, শিশু সহ জেনারেল সার্জারি চালুর বিষয়েও আলোচনা হয়েছে। বংশীহারি ব্লক হাসপাতালের তরফে রোগী কল্যাণ সমিতিতে নেওয়া প্রস্তাব জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে পাঠানো হয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তর বিষয়টি স্বাস্থ্যভবনে অনুমোদনের জন্য শীঘ্রই দরবার করবে।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস বলেন, ১০০ বেডের স্টেট জেনারেল হাসপাতাল তৈরির বিষয়ে আমার কাছে প্রস্তাব এসেছে। জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে স্বাস্থ্য ভবনে তা জানানো হবে।
স্বাস্থ্য ভবন অনুমোদন দিলে কাজ শুরু হবে। শহরবাসীর একাংশ মনে করছেন, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে মন্ত্রী তাঁর এলাকায় স্টেট জেনারেল হাসপাতাল গড়ার জন্য উদ্যোগী হয়েছেন।
বংশীহারি রশিদপুর গ্রামীণ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা মন্ত্রী বিপ্লবের কথায়, এই এলাকার স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করতে স্টেট জেনারেল হাসপাতাল করার বিষয়ে প্রস্তাব রাখা হয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তর এই প্রস্তাব স্বাস্থ্যভবনে পাঠাবে।