নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: মানসিক অবসাদের জেরে বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়ে সেভক করোনেশন ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন এক যুবক। পুলিস জানিয়েছে, যুবকের নাম তাপস সাহা (৩২)। বাড়ি শিলিগুড়ি শহরের ৩৬ নম্বর ওয়ার্ডের ঘোগোমালি এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, ছ’মাস আগেই তিনি বিয়ে করেছিলেন। অন্যান্য দিনের মতো এদিন সকালে বাড়ি থেকে খাবার খেয়ে বেরিয়ে যান তাপস। যদিও নিজের মোবাইল ফোন, মানিব্যাগ, বাইক সমস্ত কিছু বাড়িতে রেখে শুধুমাত্র ভাড়ার টাকা নিয়ে বেরিয়ে যান। কিছুক্ষণ পর অচেনা নম্বর থেকে স্ত্রীকে ফোন করে তাপস জানান তিনি আত্মহত্যা করতে চলেছেন। এরপর আর কোনও আওয়াজ সেই মোবাইল থেকে পাওয়া যায়নি। এরপরই তড়িঘড়ি আশিঘর ফাঁড়ির পুলিসকে খবর দেওয়া হয় পরিবারের তরফে। এরপর সেভক ফাঁড়ির পুলিসের সঙ্গে যোগাযোগ করলে জানা যায় সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ওই যুবক। পরে সেখানকার পুলিসের তৎপরতায় দেহটি উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই শুক্রবার ময়নাতদন্ত হবে।
জানা গিয়েছে, ছ’মাস আগে শহরের রবীন্দ্রনগরে বাসিন্দা যুবতীর সঙ্গে বিবাহ হয় তাঁর। তাপস একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। বিয়ের সময় সেই সংস্থা থেকে বেশকিছু টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা বেতন থেকে কাটাচ্ছিলেন। তবে কয়েকদিন ধরে কোনও কারণে তিনি মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন। এরপর এদিন বাড়ি থেকে বেরিয়ে তিনি সেভক করোনেশন সেতুতে চলে যান। যুবকের মৃত্যুর পর তাঁর বাড়ির লোকেরা মোবাইল ফোন খতিয়ে দেখলে দেখতে পান সেখানে একটি মেসেজে তিনি লিখে রেখেছেন, ‘আমি আর পারছি না। সবকিছু থেকে নিজেকে সরিয়ে নিয়ে যাব।’ এপ্রসঙ্গে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসিপি পূর্ব রাকেশ সিং বলেন, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।