জেলায় ১২টি রাস্তা সংস্কারের উদ্যোগ, জেলা পরিষদের সঙ্গে বৈঠক সাংসদ শতাব্দীর
বর্তমান | ০৯ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতাধীন একাধিক রাস্তা সংস্কারের কাজ শুরু হতে চলেছে বীরভূম জেলায়। তবে শুধু সংস্কারই নয়, বেশকিছু মাটির রাস্তাতেও নতুন করে পিচের প্রলেপ পড়তে চলেছে। প্রাথমিকভাবে জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, মোট ২১টি রাস্তার কাজের জন্য অনুমোদন এসেছে। তারমধ্যে ১২টি রাস্তা বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের সংসদীয় এলাকার অধীনে রয়েছে। সেইসব রাস্তার কাজ নিয়ে বৃহস্পতিবার সাংসদ জেলার সার্কিট হাউসে বিশেষ বৈঠক সারলেন। বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সহ বাস্তুকারদের নিয়ে এদিন ম্যারাথন বৈঠক চলে। বৈঠক শেষে সাংসদ জানান, আমার সংসদীয় এলাকায় ১২টি রাস্তার কাজ শুরু হতে চলেছে। ডিসেম্বরের মধ্যেই সেই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে। এছাড়াও আরও কোনও রাস্তা সংস্কার ও নতুন করে তৈরির প্রয়োজন রয়েছে কি না, তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, শতাব্দী রায়ের সংসদীয় এলাকায় প্রায় ৯৪.২২ কিলোমিটার রাস্তার কাজ হবে। এরমধ্যে সব থেকে দীর্ঘ রাস্তা প্রায় ১৩ কিলোমিটার। এই রাস্তাটি দুবরাজপুর ব্লকের অধীনে রয়েছে। একই ব্লকের আরও একটি রাস্তাও এই তালিকায় রয়েছে। এছাড়াও সিউড়ি-১ ও ২ ব্লকের দু’টি রাস্তা, সাঁইথিয়ার একটি, রামপুরহাট-২ ব্লকের প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা, মুরারই-১ ও ২ ব্লকের পৃথক দু’টি রাস্তা, নলহাটি-১ ও ২ ব্লকের দু’টি রাস্তা, খয়রাশোলের সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ রাস্তা সেই তালিকায় রয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই ১২টি রাস্তা সংস্কার ও তৈরির ক্ষেত্রে আনুমানিক ৫০ কোটি টাকা খরচ হবে। এক্ষেত্রে টেন্ডার প্রক্রিয়াও প্রায় শেষ। এখন শুধু কাজ শুরুর অপেক্ষা। অন্যদিকে, করিধ্যা থেকে পাঁচকাঠ যাওয়ার রাস্তার হালও বেহাল। সম্প্রতি ওই পথে বাস দুর্ঘটনায় এক যাত্রীর মৃত্যুও হয়েছিল। সেই রাস্তা সংস্কারের বিষয়েও এদিন আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
বীরভূমের পাশাপাশি জেলার বোলপুর সংসদীয় এলাকাতেও একাধিক রাস্তা সংস্কার ও নতুন করে তৈরি করা হবে। ইতিমধ্যে সেসব রাস্তারও অনুমোদন চলে এসেছে। জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, মোট ২১টি রাস্তার জন্য অনুমোদন মিলেছে। আনুমানিক ১২০ কোটি টাকা খরচে রাস্তার কাজ করা হবে। এছাড়াও জরুরিভিত্তিতে কিছু রাস্তা সংস্কার ও তৈরির বিষয়েও এদিন আলোচনা হয়েছে। সেই তালিকায় বেশকিছু কাঁচা ও সরু রাস্তা রয়েছে। সাংসদের উপস্থিতিতে বাস্তুকারদের নিয়ে সেসব বিষয়েও এদিন বিস্তারিত আলোচনা হয়েছে।