• ঝড়বৃষ্টিতে দুবরাজপুরে ৩৪০০ হেক্টর জমির বোরো ধানের ক্ষতি
    বর্তমান | ০৯ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বজ্রবিদ্যুৎ সহ প্রায় এক ঘণ্টার ঝড়বৃষ্টিতে বীরভূম জেলায় চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। সেইসঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়িঘর। উপড়ে গিয়েছে বহু গাছ। এমনকী, বজ্রপাতের জেরে বুধবার এক কৃষকের মৃত্যুর ঘটনাও ঘটেছে। পুলিস ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত কৃষক সুখেন সাহা পাড়ুই থানার অধীন কুরমিটা এলাকার বাসিন্দা ছিলেন। বুধবার বিকেলে জমির ধান কাটার কাজের তদারকি করছিলেন তিনি। সেইসময় ঝড়বৃষ্টি শুরু হতেই বাড়ি ফেরার জন্য তিনি রওনা হয়েছিলেন। কিন্তু বজ্রাঘাতের জেরে মাঝমাঠেই তিনি লুটিয়ে পড়েন। ঘটনার খবর পেতেই পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকস্তব্ধ কৃষকের পরিবার। বোলপুরের মহকুমা শাসক অয়ন নাথ বলেন, ওই পরিবার যাতে সরকারি ক্ষতিপূরণ পায়, সেবিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

    অন্যদিকে, ঝড় ও বৃষ্টির জেরে ধান চাষে ক্ষতির জেরে দুবরাজপুরের কৃষকরা দিশাহারা হয়ে পড়েছেন। তাঁরা একযোগে ক্ষতিপূরণের আশায় সওয়াল করতে শুরু করেছেন। জেলা কৃষিদপ্তরের তরফে জানা গিয়েছে, ওইদিন ১১.১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। জেলার মধ্যে দুবরাজপুরে বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট বেশি ছিল। সেইসঙ্গে দোসর ছিল ঝড় ও শিলাবৃষ্টি। ফলে, দুবরাজপুরে ধানচাষে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রায় ৩৪০০ হেক্টর কৃষিজমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও ধান ঝরে পড়েছে। আবার কোথাও ধান গাছ মাটিতে লুটিয়ে পড়েছে। স্বাভাবিকভাবেই দুবরাজপুরের চাষিরা ক্ষতির আশঙ্কায় প্রহর গুণতে শুরু করেছেন। কৃষি অধিকর্তাদের কথায়, দুবরাজপুরের পদুমা ও যশপুরে ক্ষতির পরিমাণ যথেষ্টই বেশি। ঘটনায় ইতিমধ্যেই কৃষকদের একাংশ ক্ষতিপূরণের আশায় স্থানীয় বিডিওর দ্বারস্থ হয়েছেন।

    তবে শুধুমাত্র ধান চাষেই যে ক্ষতি হয়েছে তা নয়। ঝড়ের দাপটে দুবরাজপুর ব্লকের পুরসভা এলাকায় প্রায় ৫০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আনুমানিক পাঁচটি বাড়ির ছাউনি পুরোপুরি উড়ে গিয়েছে। এছাড়াও, ১নম্বর ওয়ার্ডের একটি বাড়ি বজ্রপাতের জেরে পুড়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে পুরসভা কর্তৃপক্ষ। অন্যদিকে, গ্রামীণ এলাকায় প্রায় ৭০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি, ঝড়ের দাপটে বহু সংখ্যক গাছপালা উপড়ে ঩গিয়েছে। সেই সংখ্যা অবশ্য এখনও স্পষ্ট নয়। ঝড়বৃষ্টির দাপটে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে তৎপর ব্লক প্রশাসন। এখনও চলছে ক্ষতির পরিমাণ যাচাইয়ের কাজ। বিডিও রাজা আদক বলেন, ধানচাষে যথেষ্ট ক্ষতি হয়েছে। বেশকিছু বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার কাজ শুরু হয়েছে। অন্যদিকে, সরকারি নিয়মে কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে।  দুবরাজপুরের ঝড় ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ধান জমি। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)