• ভারত-পাক যুদ্ধ আবহে চর্চায় ঝাড়গ্রামের শ্যুটিং স্পট ‘ছোটি পাকিস্তান’ লাকরা ডুংরি
    বর্তমান | ০৯ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ভারত-পাক যুদ্ধের দামামা বেজে উঠেছে। এই আবহে চর্চায় এসেছে ‘মরুতীর্থ হিংলাজ’ সিনেমার শুটিং স্পট লাকরা ডুংরি। বিনপুর-২ ব্লকের শিলদার মনোহরপুরের বালুময় এলাকায় শুটিং হয়েছিল কালজয়ী এই বাংলা সিনেমার। স্থানীয় বাসিন্দাদের কাছে জায়গাটি অচিরেই ‘ছোটি পাকিস্তান’ হয়ে ওঠে। 

    বেলপাহাড়ীর মালভূমি মনোহরপুর থেকেই শুরু হয়ে হয়েছে। বিনপুর-২ ব্লকের শিলদা চক থেকে চার-পাঁচ কিমি গেলে এই শুটিং স্পটের দেখা মিলবে। বেশ কিছু খাদান এই এলাকায় রয়েছে। খাদান থেকে পাথর ও মোরাম তোলা হয়। প্রখর গ্রীষ্মে বালুময় জায়গাটি মরুভূমির চেহারা নেয়। মরুতীর্থ হিংলাজ সিনেমার শুটিংয়ের কিছু অংশ উঁচুনিচু বালুময় এই জায়গায় করা হয়েছিল। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের হিংলাজ মন্দিরে তীর্থভ্রমণ নিয়ে সিনেমাটি তৈরি করা হয়েছিল। বিকাশ রায় পরিচালিত, উত্তমকুমার ও সাবিত্রী চট্টোপাধ্যায় অভিনীত সিনেমাটি মুক্তি পেয়েছিল ১৯৫৯ সালে। অবধূতের লেখা অবলম্বনে তৈরি কালজয়ী সিনেমার হাত ধরে হিংলাজ মন্দিরের কথা ছড়িয়ে পড়ে। বালুচিস্তান প্রদেশের হিংলাজ মাতার মন্দির হিন্দুদের অন্যতম তীর্থস্থান। দেবীর ৫১তম শক্তিপীঠ। তীর্থযাত্রীরা এক সময়ে উটের পিঠে চড়ে হিংলাজ মন্দির দর্শন করতে যেতেন। যাত্রা শুরু হত করাচি শহরের কাছে হাব নদীর ধার থেকে। তীর্থযাত্রায় খাবার, পানীয় জল, মরুদস্যুদের প্রতিরোধ করার জন্য অস্ত্র সঙ্গে রাখতে হতো। হিংলাজ মাতার পুজোর জন্য শুকনো নারকেল, মিছরি, বাতাসা নিতে হতো। এক মাসের কঠোর যাত্রার পর যাত্রীরা হিংলাজ পৌঁছতেন। অঘোর নদীতে স্নান সেরে তাঁরা দর্শন করতে যেতেন হিংলাজ মাতাকে। বালুচরা স্থানটিকে নানীকা হজ নামে শ্রদ্ধা করেন। সিনেমাটি জনপ্রিয় হলে লাকরা ডুংরি স্থানীয় মানুষের কাছে ‘ছোটি পাকিস্তান’ হিসেবে পরিচিত হয়ে উঠেছিল। জেলার পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই লাকরা ডুংরি জায়গা করে নিয়েছে। পর্যটনস্থলে মরুতীর্থ হিংলাজ সিনেমার ছবি সহ বোর্ড টাঙানো আছে। শিলদার বাসিন্দা স্বপন ভৌমিক বলেন, গ্রীষ্মের সময়ে জায়গাটি সত্যি মরুভূমির মতো মনে হয়। সিনেমায় বালুচিস্তানের হিংলাজের পরিবেশ আনতে সম্ভবত এই জায়গা বেছে নেওয়া হয়েছিল। সেই সময়ে সিনামাটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। বেলপাহাড়ী ট্যুরিজম অ্যাসোসিয়েশনের মুখপাত্র বিধান দেবনাথ বলেন, ঝাড়গ্রামের একাধিক জায়গায় বাংলা সিনেমার শুটিং হয়েছে। মরুতীর্থ হিংলাজের মতো সিনেমার শুটিংও হয়েছিল। এখানে পর্যটকদের আসা তুলনামূলক কম। তবে এই যুদ্ধের আবহে ফের এখানে ভিড় হতে পারে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)