• মুর্শিদাবাদের নতুন মহকুমার নাম হচ্ছে ফরাক্কা, মুখ্যমন্ত্রীর ঘোষণার পরই প্রশাসনের তৎপরতা শুরু
    বর্তমান | ০৯ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদ জেলায় নতুন মহাকুমা হবে ফরাক্কা। চারটি ব্লক নিয়েই গঠিত হবে এই মহকুমা। জানা গিয়েছে, ফরাক্কা, সামশেরগঞ্জ, সূতি-১ ও ২ ব্লক নিয়ে গঠিত হচ্ছে এই নয়া মহকুমা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৬ মে সূতির ছাবঘাটি প্রশাসনিক সভা থেকে নতুন মহাকুমা গঠনের কথা ঘোষণা করেন। তারপরই তৎপরতা শুরু হয়। নবান্ন থেকে জেলাশাসকের কাছে ইতিমধ্যেই প্রতিটি ব্লকের জনসংখ্যা এবং অন্যান্য তথ্য চেয়ে পাঠানো হয়েছে। এমনকি, নতুন মহকুমা শাসকের জন্য সেখানে অফিস এবং তাঁর বাসস্থান তৈরির কথা উল্লেখ করা হয়েছে, যতদিন না সেটা তৈরি করা হচ্ছে জরুরি ভিত্তিতে তার অফিস এবং বাসস্থান কিভাবে ব্যবস্থা করা যায়, সেজন্য দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই চারটি ব্লক জঙ্গিপুর মহাকুমার অন্তর্গত ছিল। ব্যাপক জনসমষ্টি হওয়ায় জঙ্গিপুর মহাকুমা শাসকের এই বিস্তীর্ণ মহকুমার প্রশাসনিক কাজকর্ম চালানো রীতিমতো চ্যালেঞ্জ ছিল। সাধারণ মানুষকেও এসডিও অফিসে গিয়ে কোন কাজ মেটাতে সমস্যায় পড়তে হতো। মুখ্যমন্ত্রী এক নিমেষেই সেই সমস্যার সমাধান করেন। মজবুত প্রশাসন গড়ার লক্ষ্যে সূতির ছাবঘাটির কেডি বিদ্যালয় প্রাঙ্গণে সরকারি অনুষ্ঠান থেকে নতুন মহকুমার ঘোষণা করে দিয়েছেন তিনি। তারপর থেকে সরকারি নিয়ম অনুসারে নতুন মহাকুমা তৈরির তোড়জোড় শুরু হয়েছে। 

    মুখ্যমন্ত্রী সেদিন বলেন, ফরাক্কা, ধুলিয়ান (সামশেরগঞ্জ) ও সূতি বিধানসভা তিনটি লোকসভা নির্বাচনের সময় এটা মালদহ দক্ষিণ কেন্দ্রের মধ্যে পড়ে। বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলার মধ্যে পড়ে। এই জায়গায় প্রশাসনকে আরও মজবুত করার জন্য সূতি, ধুলিয়ান ও ফারাক্কা নিয়ে নতুন মহাকুমা তৈরি করা হচ্ছে। এক মাসের মধ্যে নতুন মহাকুমার কাজ শুরু হবে। স্থানীয় মানুষদের কষ্ট করে আর দূরে যেতে হবে না। সূতি, ফরাক্কা ও ধুলিয়ানের মধ্যবর্তী কোনও জায়গায় এই সাব ডিভিশনের অফিস তৈরি হবে। বর্তমান পরিস্থিতিতে নতুন মহকুমা তৈরির এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। 

    জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, নবান্ন থেকে যে নির্দেশিকা এসেছে সেই নির্দেশিকা মতো আমরা দ্রুত নতুন মহাকুমা গঠনের কাজ এগিয়ে নিয়ে চলেছি। প্রাথমিকভাবে বেশ কিছু তথ্য চেয়ে পাঠানো হয়েছে নবান্না থেকে। সেগুলি আমরা পাঠাচ্ছি। তারপর নির্দেশ মতো কাজ পরবর্তী পদক্ষেপ করা হবে।  

    জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ফারাক্কার এসডিপিও অফিসে নতুন মহকুমাশাসকের বসার জন্য তোড়জোড় শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর খুব দ্রুত কাজ শুরু হয়েছে। জঙ্গিপুর মহকুমায় দুটি পৃথক পুলিস মহাকুমা আগে থেকেই রয়েছে। জঙ্গিপুর এবং ফরাক্কা দু’জন পৃথক এসডিপিও রয়েছেন। এবার নতুন মহাকুমায় একজন নতুন এসডিও আসবেন। তিনি প্রাথমিকভাবে এসডিপিও ফরাক্কার অফিস থেকে বসে কাজকর্ম সামলাবেন বলেই মনে করা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)