নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: শীঘ্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া জেলা সফরে আসতে পারেন। তার আগে জেলার উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে আলোচনার জন্য বৈঠক ডেকেছে তৃণমূল কংগ্রেস। আজ, শুক্রবার সকাল ১০টায় বাঁকুড়া জেলা তৃণমূল ভবনে ওই বৈঠক হবে। সেখানে পঞ্চায়েত সমিতির সভাপতি, বিধায়ক সহ নির্বাচিত জনপ্রতিনিধি ও শাসক দলের শাখা সংগঠনের নেতানেত্রীরা উপস্থিত থাকবেন। তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তথা সাংসদ অরূপ চক্রবর্তী বলেন, মে মাসের শেষ অথবা জুন মাসের প্রথম সপ্তাহ নাগাদ মুখ্যমন্ত্রী বাঁকুড়ায় আসতে পারেন। সরকারি সফরে জেলায় এসে মুখ্যমন্ত্রী প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করবেন। সেখানে জেলার উন্নয়নমূলক কাজের ব্যাপারে তিনি খোঁজখবর নেবেন। ফলে আমাদের এব্যাপারে তৈরি থাকতে হবে। সেই কারণে আমরা জনপ্রতিনিধিদের নিয়ে আগাম বৈঠক ডেকেছি। প্রতিবারই মুখ্যমন্ত্রী জেলার উন্নয়নের জন্য একগুচ্ছ প্রকল্প ঘোষণা করেন। আগে তাঁর ঘোষণা করা প্রকল্পগুলি বর্তমানে কী অবস্থায় রয়েছে, তা জনপ্রতিনিধিদের কাছে জানতে চাইব। প্রয়োজনে বৈঠক থেকে ফিরে গিয়ে তাঁরা নিজ নিজ এলাকায় ওইসব প্রকল্পস্থল পরিদর্শন করবেন। পরে আমাদের কাছে রূপায়িত প্রকল্পের ব্যাপারে খুঁটিনাটি জানাবেন। সেইমতো আমরা বিস্তারিত রিপোর্ট তৈরি করব। মুখ্যমন্ত্রী যেহেতু মানুষের জন্য রূপায়িত কাজ ফেলে রাখা পছন্দ করেন না। তাই প্রশাসনের পাশাপাশি দলের তরফেও আমরা নির্বাচিত জনপ্রতিনিধিদের এব্যাপারে সক্রিয় ভূমিকা নেওয়ার জন্য বলেছি। উল্লেখ্য, বাঁকুড়ায় বর্তমানে সেচদপ্তরের কাজ নিয়ে জেলা প্রশাসন ও শাসক দলের নেতানেত্রীরা চরম ক্ষুব্ধ। সাংসদ প্রকাশ্যে ওই দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। সেচের পাশাপাশি গরমে পানীয় জলের সঙ্কট নিয়ে জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের কাজকর্মও আতস কাচের তলায় রয়েছে।