সংবাদদাতা, বনগাঁ: বনগাঁ শহরে যশোর রোডের দু’পাশ দিয়ে থাকা মৃত এবং বিপজ্জনক গাছগুলি কেটে ফেলার উদ্যোগ নিল প্রশাসন। বৃহস্পতিবার প্রশাসনের আধিকারিকরা মৃত গাছগুলি চিহ্নিত করেন। জানা গিয়েছে, বর্ষার আগেই বিপজ্জনক গাছগুলি কাটার জন্য পুরসভার পক্ষ থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে আবেদন করা হয়। সেই আবেদনের ভিত্তিতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ, বন এবং পূর্তদপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিল পুর কর্তৃপক্ষ। আলোচনায় ঠিক হয়, রাস্তার দু’পাশে থাকা মৃত, বিপজ্জনক গাছ দ্রুত কেটে ফেলা হবে। এদিন বেশ কিছু গাছ চিহ্নিতও হয়েছে।
বনদপ্তরের এক আধিকারিক জানান, আপাতত গাছগুলি চিহ্নিত হচ্ছে। এরপর পরবর্তী পদক্ষেপ করা হবে। এবিষয়ে বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, রাস্তার দু’পাশে একাধিক মৃত গাছ বিপজ্জনকভাবে রয়েছে। যে কোনও সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমরা জাতীয় সড়ক কর্তৃপক্ষকে সেগুলি কেটে ফেলার জন্য বলেছিলাম। অতীতে মৃত গাছের ডাল ভেঙে পড়ে বনগাঁয় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। আগামী বর্ষায় তেমন দুর্ঘটনা যাতে আর না ঘটে, সেজন্যই এই উদ্যোগ বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। - নিজস্ব চিত্র