নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কফি হাউসের হেরিটেজ ভবনের একতলায় পিলার ভেঙে বেআইনি নির্মাণের অভিযোগ উঠলে কলকাতা পুরসভা নোটিস দিয়ে সেই কাজ বন্ধ করার নির্দেশ দেয়। বৃহস্পতিবার, সেই অবৈধ নির্মাণ পুরোপুরি ভেঙে দিল পুর কর্তৃপক্ষ। দোকানের শাটার, লোহার দরজা সব কিছু খুলে ফেলা হয়েছে।
কফি হাউস হেরিটেজ ভবন। ওই বিল্ডিংয়ের দোতলার অংশে যেখানে কফি হাউস রয়েছে, সেটি সরকারিভাবে অধিগৃহীত। বাকি অংশ অবশ্য বেসরকারি মালিকানাধীন। সেখানে রয়েছে একাধিক বইয়ের দোকান। সম্প্রতি, দেখা যায়, কফি হাউসের নীচের অংশে একটি জায়গায় পিলার কেটে নতুন দোকান বানানো হচ্ছে। পিলারের অনেকটা অংশে কেটে সেখানে শাটার ও লোহার দরজা লাগানো হয়েছিল। অভিযোগ পেয়ে পদক্ষেপ করে পুরসভা। কাজ বন্ধের নোটিসও দেয়। এদিন সেই বেআইনি নির্মাণ ভেঙে দিয়েছে পুরসভা। শাটার, লোহার দরজা সব খুলে ফেলা হয়েছে। মালিকপক্ষকে বলা হয়েছে, জায়গাটিকে পুরনো অবস্থায় ফিরিয়ে দিতে। পুরসভার পদক্ষেপে খুশি আশপাশের দোকানিরা। এমনই এক ব্যবসায়ী গোপাল সেন বলেন, এভাবে কেউ পিলার ভাঙে? তার উপর এটি হেরিটেজ বিল্ডিং। এখানে দোকান করলে লোকজনের যাতায়াত করতে অসুবিধা হবে। আরেক দোকানি অনিন্দ্য দাসের প্রশ্ন, টাকা থাকলেই কি যা খুশি করা যায়? এত পুরনো একটি বিল্ডিংয়ের পিলার, দেওয়াল ভেঙে দোকান তৈরি করা হচ্ছিল। আমরা বহুবার বারণ করেছিলাম। শোনে নি, মালিক জোর করে করেছিল। পুরসভা ভেঙে দিয়ে ভালোই করেছে। বৃহস্পতিবার অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে।-নিজস্ব চিত্র