• দুর্ঘটনা আটকাতে বাসচালকদের জন্য এবার ব্লাইন্ড স্পট ডিটেকশন আয়না
    বর্তমান | ০৯ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দু’সপ্তাহের মধ্যে পরপর দু’টি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ডায়মন্ডহারবার রোডে। বেহালা চৌরাস্তায় লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক খুদে পড়ুয়ার। ১৩ দিনের মাথায় বেহালা থানার সামনে বাসের চাকায় প্রাণ হারান ৬৫ বছরের বৃদ্ধা। দু’টি দুর্ঘটনার ক্ষেত্রেই দায়ী চালকের ব্লাইন্ড স্পট। 

    তখন থেকেই ব্লাইন্ড স্পটের সমস্যা থেকে দুর্ঘটনা এড়াতে প্রস্তুতি চলছিল লালবাজারের ট্রাফিক বিভাগের ওয়ার-রুমে। টানা সমীক্ষা ও রিসার্চের পর এবার ব্লাইন্ড স্পটের জেরে পথ দুর্ঘটনা এড়ানোর পথ বাতলে দিচ্ছে কলকাতা পুলিস। বাসে লাগানো হচ্ছে ব্লাইন্ড স্পট ডিটেকশন আয়না। বাসের আউটসাইড রিয়ার ভিউ মিরর বা ওআরভিএমে ইনস্টল করা হবে এই ধরনের বিশেষ আয়না। তাতে বাসচালকরা ব্লাইন্ড স্পটের সমস্যা থেকে রেহাই পাবেন বলে জানাচ্ছেন লালবাজারের কর্তারা। বাসচালকের ব্লাইন্ড স্পট কোনটি? বাসের বাইরে বাঁদিকের সামনের অংশ। এই অংশে সরাসরি চালকের দৃষ্টি পৌঁছয় না। কোনও ব্যক্তি রাস্তায় বাসের সামনের ওই অংশে দাঁড়ালে বা পারাপারের জন্য সেই অংশে এসে পড়লে চালকের পক্ষে তা দেখা সম্ভব হয় না। শহরে ঘটা বহু দুর্ঘটনার ক্ষেত্রে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্তকারীরা দেখেছেন, সেখানে বাসচালকের বিশেষ ‘দোষ’ নেই। যাত্রীরা সেই অংশে এসে পড়ায় দুর্ঘটনা ঘটছে। সামনের চাকায় তাঁরা পিষ্ট হচ্ছেন। ব্যস্ত শহরে পথের এই সমস্যা দূর করতেই নিয়ে আসা হয়েছে ব্লাইন্ড স্পট ডিটেকশন আয়না। 

    পুলিস সূত্র জানিয়েছে, চালকের সুবিধার্থে বাসের দু’পাশের বাইরে পিছনের অংশ দেখতে দু’টি আয়না থাকে। সেগুলিকেই বলে ওআরভিএম। সেই আয়নার উপরে বা কাছে লাগানো হবে ‘রিভলভিং’ আয়না। সেটি নিজের বসার ধরন অনুযায়ী সেট করে নিতে পারবেন চালক। যার ফলে বাসের বাইরে বাঁদিকের সামনের অংশে কোনও পথচারী বা প্রাণী রয়েছে কি না, তা দেখতে পারবেন চালকরা। কোনও বাসচালক চাইলে ডানদিকেও একইভাবে এই ধরনের আয়না ব্যবহার করতে পারবেন। প্রাথমিকভাবে লালবাজারের তরফে বেশ কয়েকটি বাসে এই ব্লাইন্ড স্পট ডিটেকশন আয়না ইনস্টল করার ব্যবস্থা করা হয়েছে। সেই উপলক্ষ্যে আজ, শুক্রবার ডালহৌসিতে পুরনো বিবাদী বাগ বাসস্ট্যান্ডের কাছে এই প্রজেক্টের উদ্বোধনের আয়োজন করেছে লালবাজার। উদ্বোধন করবেন কলকাতার পুলিস কমিশনার মনোজ কুমার ভার্মা। সেখানেই উপস্থিত থাকবেন ট্রাফিক বিভাগের কর্তারাও। পৈলান থেকে হাওড়াগামী একটি বেসরকারি রুটের বাসচালক শৈবাল ঘোষ বলেন, ব্লাইন্ড স্পট চালকদের জন্য ভয়ানক এক সমস্যা। এই বিশেষ আয়না অনেকটাই সাহায্য করবে। দুর্ঘটনার সম্ভাবনা কমবে।
  • Link to this news (বর্তমান)