‘যাত্রী সাথী’: সরকারি বাসের তথ্য, সুযোগ থাকবে টিকিট কাটারও
বর্তমান | ০৯ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘যাত্রী সাথী’ মোবাইল অ্যাপের পরিধি বৃদ্ধি করা হচ্ছে। এতদিন এই সরকারি অ্যাপের মাধ্যমে ছোট গাড়ি অর্থাৎ ক্যাব বুক করা যেত। এর মাধ্যমে অন্যান্য বেসরকারি অ্যাপের তুলনায় কম ভাড়ায় ক্যাব পরিষেবার সুযোগ পান যাত্রীরা। এবার সরকারি বাসের খোঁজখবরও পাওয়া যাবে। যাত্রী সাথী ভারতবর্ষের মধ্যে সরকারি উদ্যোগে তৈরি প্রথম মোবাইল অ্যাপ।
পরিবহণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, যাত্রী সাথী অ্যাপে এবার সরকারি বাসের অবস্থান, ভাড়া দেওয়ার সুযোগ সহ একাধিক পরিষেবা যুক্ত হচ্ছে। পাইলট প্রকল্প হিসেবে আগামী কাল শনিবার সল্টলেকে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (ডব্লুবিটিসি) ডিপোতে অ্যাপের বাড়তি পরিষেবার উদ্বোধন করবেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। আপাতত ডব্লুবিটিসি’র ১৬টি বাস রুট এই অ্যাপে যুক্ত হয়েছে। আগামী দিনে বেসরকারি রুটের উল্লেখও মিলবে।