নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চাকরিহারা শিক্ষকদের আন্দোলন চলছে। এদিকে হাইকোর্টের নির্দেশ ছিল, দ্রুত উচ্চ প্রাথমিকের বাকি কাউন্সেলিং শেষ করতে হবে। ১৬ মে রয়েছে পরবর্তী শুনানি। তাতে অনলাইনে হাজির থাকার কথা এসএসসি কর্তাদের। অবশেষে অনেক বাধা বিপত্তি এড়িয়ে কাউন্সেলিং-এর দিন ঘোষণা করতে সমর্থ হয়েছে স্কুল সার্ভিস কমিশন। ১৪ মে সেই কাউন্সেলিং হবে বলে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করেছে তারা। ১০ মে নিয়মাবলি প্রকাশ করা হবে। প্রায় ১৪০০ প্রার্থীর এই কাউন্সেলিংয়ে অংশ নেওয়ার কথা। যদিও সব প্রার্থী মিডিয়াম এবং সাবজেক্ট অনুযায়ী আসন পাবেন কি না, সেটা একটা প্রশ্ন।