• ‘সিন্দুর শুধু তো ট্রেলার, পুরো সিনেমাই দেখতে চাই আমরা’
    বর্তমান | ০৯ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘পাকিস্তানে জঙ্গি ঘাঁটি আবার কি? গোটা দেশটাই তো জঙ্গিদের ডেরা’-বক্তব্য শ্যামবাজারের বাসিন্দা কেন্দ্রীয় সরকারের প্রাক্তন কর্তা স্নেহাংশু মণ্ডলের। ‘ওদের দেশে ঢোকার দরকার নেই তো। আমাদের সীমান্তে দাঁড়িয়ে শুধু মিসাইল ছুঁড়ে বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে সরিয়ে দেবে আমাদের সেনা’-বলেন, গড়িয়াহাটের বাসিন্দা শিল্পী অর্ধেন্দু মুখোপাধ্যায়। ‘আভি পিকচার বাকি হ্যায়’— টুইট করলেন অবসরপ্রাপ্ত সেনাপ্রধান মনোজ নারাভানে। চায়ের আড্ডা থেকে অটো-বাসে বসে আলোচনা, সেনাপ্রধান থেকে সরকারি বড়কর্তা, সর্বত্র সবার এক সুর— ‘জঙ্গি মদতকারী পাকিস্তানের বিরুদ্ধে উপযুক্ত বদলা।’ 

    পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলা। তারপর থেকেই পাকিস্তানের উপর ফুঁসছে গোটা দেশ। উঠছে বদলার আওয়াজ। মঙ্গলবার গভীর রাতে ‘অপারেশন সিন্দুর’ সেই আগুনে ঘি ঢেলে দিয়েছে যেন। সফল এয়ার স্ট্রাইকের পরই অবসরপ্রাপ্ত সেনাপ্রধান মনোজ নারাভানে এক্স হ্যান্ডেলে লেখেন— ‘আভি পিকচার বাকি হ্যায়!’ পোস্ট নিমেষে ভাইরাল। দেখেছেন এক কোটি ২৩ লক্ষ মানুষ। বিপুল সংখ্যক নেটিজেন কমেন্টও করেছেন। ‘বাকি সিনেমাটা দেখতে চাই’-ময়দানে চিৎকার করে বললেন এক নামকরা ফুটবল খেলোয়ার।

    নারাভানের পোস্টের নীচে লক্ষণ চৌবে বলে একজন লিখলেন, ‘আর কোনও ছাড় নয়। সোজা পাকিস্তানে ঢুকে হামলা চালাতে হবে।’ শ্যামপুকুরের অসিত সেনের কথায়, ‘টিভিতে দেখলাম পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছেন, ভারতের এই হামলায় যত রক্তবিন্দু ঝড়েছে তার প্রতিটার বদলা নেবে পাকিস্তান। এ থেকেই স্পষ্ট দেশটা কতটা পরিমাণে জঙ্গিদের মদত দেয়, আশ্রয় দেয়। একজন প্রধানমন্ত্রী বলছেন দেশে থাকা জঙ্গিদের মৃত্যুর বদলা নেবেন! সভ্য জগতে থাকার উপযুক্তই নয় ওরা।’ শোভাবাজারের বাসিন্দা সুমতি বন্দ্যোপাধ্যায় গৃহবধূ। রাগে রীতিমতো ফুঁসছেন। বলেন, ‘পাকিস্তানের তরফে তো হামলার চেষ্টা করা হয়েছিল। আমাদের সীমানাতে ঢুকতেই পারেনি ওদের ক্ষেপণাস্ত্র। এয়ার ডিফেন্স সিস্টেম হামলার ছক বানচাল করে দিয়েছে। সামরিক শক্তিতে পিছিয়ে তাও হামলার চেষ্টা করছে। সেনার উচিত পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়া।’

    এর পাশাপাশি দেশের আবেগ বাড়িয়েছেন মহিলা সেনাকর্তারা। তাঁদের উদ্বুদ্ধ করতে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন নেটিজেনরা। বলছেন, ‘বুলেটের ঘায়ে দেশের মেয়েদের সিঁদুর মুছে দিয়েছিল জঙ্গিরা। এবার পাকিস্তান বুঝুক ভারতীয় মহিলাদের শক্তি। সোফিয়া কুরেশি ও ব্যোমিকা সিংয়ের যৌথ স্ট্রাইকেই খেল খতম জঙ্গি-রাষ্ট্রের।’ শহরবাসীর সম্মিলিত বক্তব্য, ‘আরও একটা সার্জিক্যাল স্ট্রাইক হোক। জঙ্গিদের নিশ্চিহ্ন করে পাকিস্থানকে মুহ তোড় জবাব দিক ভারত।’ 
  • Link to this news (বর্তমান)