বড়বাজারের কাছে একটি হোটেলে অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যুর ঘটনার পরে বিভিন্ন বহুতলের ছাদে থাকা রেস্তরাঁ ভাঙতে কঠোর পদক্ষেপ শুরু করেছে কলকাতা পুরসভা। তবে, এই ব্যাপারে তাদের ‘অতিসক্রিয়তা’ আদালতে প্রশ্নের মুখে পড়েছে। আদালত প্রশ্ন তুলেছে, ছাদে রেস্তরাঁ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি পুরসভা জারি করেছে, তার ভিত্তিতে তারা কি সেই রেস্তরাঁ ভেঙে দিতে পারে? এর পরেই বিভিন্ন বহুতলের ছাদে থাকা রেস্তরাঁগুলিকে নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকারকে নির্দিষ্ট নিয়মবিধি (এসওপি) জারি করার জন্য আবেদন করলেন পুর কর্তৃপক্ষ। পুরসভা সূত্রের খবর, এই বিষয়ে মুখ্যসচিবকে চিঠি দিয়েছেন পুর কমিশনার।
পুর আধিকারিকেরা জানাচ্ছেন, ছাদে থাকা রেস্তরাঁ ভাঙার এক্তিয়ার শুধুমাত্র তাঁদের নয়। এ ক্ষেত্রে দমকল-সহ বিভিন্ন দফতরেরও ভূমিকা রয়েছে। তাই পুর কর্তৃপক্ষ চাইছেন, বিভিন্ন বহুতলের ছাদে থাকা রেস্তরাঁগুলি নিয়ন্ত্রণে আনতে সরকারি তরফে এসওপি আনা হোক।
প্রসঙ্গত, পার্ক স্ট্রিটে একটি বহুতলের ছাদে থাকা রেস্তরাঁর একাংশ ভাঙার ব্যাপারে আদালত আপত্তি জানিয়েছে। যদিও পুরসভার দাবি, ওই রেস্তরাঁর সামনের দিকের বেআইনি অংশই শুধু ভাঙা হয়েছে।