বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী, ভারত-পাক সংঘাতের আবহে আলোচনায় কি রাজ্যের আইনশৃঙ্খলা
আনন্দবাজার | ০৯ মে ২০২৫
আগামী বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেল ৪টেয় নবান্নে বৈঠকটি হবে। বৃহস্পতিবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।
ভারত-পাক সীমান্ত উত্তেজনার আবহেই বুধবার নেপাল এবং পাকিস্তানের সীমান্তবর্তী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে জম্মু-কাশ্মীর, পঞ্জাব, রাজস্থান, গুজরাত, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, সিকিমের মুখ্যমন্ত্রীর পাশাপাশি ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বৈঠকের পর বুধবার বিকেলে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি ব্যবসায়ীদের কালোবাজারি এবং বিভ্রান্তিমূলক খবর নিয়ে সতর্ক করেন। দু’টি ক্ষেত্রেই কঠোর পদক্ষেপ করার হুঁশিয়ারি দেন। এই আবহে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
ঘটনাচক্রে, শাহের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পরের দিনই মন্ত্রিসভার বৈঠক সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শাহি বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, বুধবার তা প্রকাশ্যে আনেননি মুখ্যমন্ত্রী। তবে মনে করা হচ্ছে, চলতি পরিস্থিতিতে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে মন্ত্রিসভার বৈঠকে কোনও নির্দেশ দিতে পারেন তিনি। এর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কালোবাজারি যাতে না-হয়, সে দিকেও সজাগ নজর রাখার পরামর্শ দিতে পারেন। রাজ্য মন্ত্রিসভার শেষ বৈঠক হয়েছিল গত ২৩ এপ্রিল। তার ২০ দিনের মাথায় ফের বৈঠক হতে চলেছে।