• ফের তাপপ্রবাহ দক্ষিণবঙ্গ জুড়ে! আগামী কয়েক দিনে তিন-চার ডিগ্রি চড়বে পারদ, বৃষ্টি কবে থেকে?
    আনন্দবাজার | ০৯ মে ২০২৫
  • মাঝে কয়েক দিন টানা ঝড়বৃষ্টির কারণে এত দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের উপর স্বস্তিদায়ক ছিল। দিনের বেলাও গরম ছিল তুলনামূলক ভাবে কম। তবে সেই সুখ বেশি দিন সইল না! বৃহস্পতিবার থেকেই তাপপ্রবাহ শুরু হল দক্ষিণবঙ্গ জুড়ে। চলবে সোমবার পর্যন্ত।

    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কমবেশি সব জেলাতেই ফিরছে চেনা গরম। বৃহস্পতিবার গরম বেড়েছে দক্ষিণের জেলাগুলিতে। শুক্রবারও দক্ষিণবঙ্গ জুড়ে দেখা যাবে একই চিত্র। শনিবার থেকে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। চলবে সোমবার পর্যন্ত। ওই জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকবে। বেশির ভাগ জেলাতেই ৪০ ডিগ্রির মাত্রা ছাড়াবে পারদ। আগামী চার দিনের জন্য ওই জেলাগুলিতে তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও গরমের কারণে জারি করা হয়েছে সতর্কতা।

    গরমে পিছিয়ে থাকবে না উত্তরবঙ্গও। হাওয়া অফিস বলছে, আগামী কয়েক দিনে উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা ৪-৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। শনি ও রবিবার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরেও। ওই দুই জেলার কোনও কোনও জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি থাকতে পারে।

    হাওয়া অফিস বলছে, শুষ্ক পশ্চিমা বায়ু এবং উত্তর-পশ্চিম দিক থেকে আসা গরম বাতাসের কারণেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গে। তবে রবি ও সোমবার কোথাও কোথাও স্বস্তির বৃষ্টি নামতে পারে। ওই দু’দিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি নামতে পারে। সঙ্গে ঝোড়ো হাওযা বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। পাহাড়ি জেলাগুলিতেও আগামী সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
  • Link to this news (আনন্দবাজার)