বায়ুসেনা ছাউনির গোপন তথ্য পাচার! আলিপুরদুয়ারে গ্রেফতার যুবক
আনন্দবাজার | ০৯ মে ২০২৫
আলিপুরদুয়ারের হাসিমারা বায়ুসেনা ছাউনির গোপন তথ্য পাচারের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সুজিত ঘোষ। তিনি আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের বঞ্চুকামারি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে ওই যুবককে গাছে চড়ে বায়ুসেনা ছাউনির ভিতরে প্রবেশ করতে দেখা যায়। এর পরেই তাঁকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে অসঙ্গতি লক্ষ্য করেন সেনাকর্মীরা। তাতেই সন্দেহ দানা বাঁধে। খবর দেওয়া হয় যুবকের পরিবারকে। খবর পেয়ে অভিযুক্ত যুবকের বাবা এবং এক আত্মীয় সেখানে যান। তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হয়। দিনভর জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তকে হাসিমার পুলিশ ফাঁড়ির হাতে তুলে দেয় বায়ুসেনা।
অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায়সংহিতা ৩২৯(৩), ৬১(২) ধারায় মামলা রুজু করে তাঁকে আদালতে পেশ করেছে পুলিশ। বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।
আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার বলেন, ‘‘বায়ুসেনার তরফ থেকে অভিযোগ পেয়ে আমরা যুবকের বিরুদ্ধে মামলা করেছি। বিষয়টি খুব সংবেদনশীল। তাই এখনই কিছু বলা সম্ভব নয়। অভিযুক্ত যুবককে আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তের পর সমস্ত বিষয় পরিষ্কার করে বলা সম্ভব হবে।’’