কফি হাউসের নীচের তলায় বেআইনি নির্মাণ ভেঙে ফেলল পুরসভা, কাজ বন্ধের নোটিস দিয়েছিল আগেই
আনন্দবাজার | ০৯ মে ২০২৫
কলেজ স্ট্রিটের কফি হাউসের নীচের তলার বেআইনি নির্মাণ বৃহস্পতিবার পুরোপুরি ভেঙে ফেলল কলকাতা পুরসভা। ওই নির্মাণকাজ বন্ধের নোটিস আগেই দিয়েছিল তারা। স্থানীয় হকারদের দাবি, ঐতিহ্যবাহী এই ভবনের যে সব অংশে বেআইনি ভাবে নির্মাণকাজ হয়েছে, সেগুলি সবই ভেঙে দেওয়া হোক।
কলেজ স্ট্রিটে কফি হাউসের যে ঐতিহ্যবাহী ভবন রয়েছে, তার দোতলা ছাড়া একতলা এবং উপরতলার অংশ বেসরকারি সংস্থার হাতে রয়েছে। অভিযোগ, এই ভবনের একতলার একটি অংশ এক ব্যবসায়ীকে বিক্রি করা হয়েছিল। তিনি নিয়ম না-মেনে সেখানে বেআইনি নির্মাণ করাচ্ছিলেন। তা নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছিলেন কফি হাউস কর্তৃপক্ষ এবং স্থানীয় হকারেরা। কলকাতা পুরসভায় স্মারকলিপি জমা দেয় কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন। প্রশ্ন ওঠে, কী ভাবে হেরিটেজ নির্মাণের একাংশ ভাঙা হচ্ছে? কার অনুমতিতে হচ্ছিল, সেই প্রশ্নও ওঠে। তার পরেই কফি হাউসের নীচের তলায় নির্মীয়মাণ কাজ বন্ধের নোটিস দিয়েছিল পুরসভা। এ বার তারা ভেঙে দিল সেই বেআইনি নির্মাণ।
স্থানীয় হকার গোপাল সাহা জানান, বেসরকারি সংস্থা যা করেছে, তা অন্যায়। আগে যেমন ছিল, তা-ই থাকুক। তাঁর কথায়, ‘‘এত দিনের পুরনো ঐতিহ্য ভেঙে ধুলিসাৎ করবে!’’ হকার ইউনিয়নের এক সদস্য সেন্টু দত্ত বলেন, ‘‘স্থানীয় থানা থেকে এসে পিলার ভেঙেছে। বেআইনি দোকান এখনও ভাঙা হয়নি। কফি হাউস বিল্ডিংয়ে বেআইনি নির্মাণ ভেঙে দিক প্রশাসন।’’