• বঙ্গে ফের উর্ধ্বমুখী পারদ, সপ্তাহান্তেই ৪০ ডিগ্রির ঘরে পৌঁছবে তাপমাত্রা
    এই সময় | ০৯ মে ২০২৫
  • বৃষ্টির রেশ কেটে বৃহস্পতিবার থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবারও দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। আপাতত কয়েকদিন বিভিন্ন জেলায় তীব্র গরম ফিরতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। কলকাতা-সহ একাধিক জেলায় কেমন থাকবে আবহাওয়া?

    কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

    শুক্রবার কলকাতায় গরম বাড়বে। দিনের তাপমাত্রা পৌঁছতে পারে ৩৮ ডিগ্রির ঘরে। রাতের তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসে। বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.৪ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় প্রায় ২ ডিগ্রি বেশি। সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা পৌঁছতে পারে ৩৮ থেকে ৪০ ডিগ্রির ঘরে।

    দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

    হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার থেকে সোমবারের মধ্যে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে পারে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সপ্তাহান্তে পশ্চিমের জেলাগুলোয় তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রিতে পৌঁছতে পারে। সোমবার পর্যন্ত গরম বাড়বে দক্ষিণবঙ্গে। শুক্রবার থেকে সোমবার তাপপ্রবাহ চলবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে।

    দক্ষিণবঙ্গে কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা

    শনিবার ও রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু জেলায়। এ ছাড়া বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শনিবার উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই চার জেলাতে ঝড়বৃষ্টি হতে পারে। রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া এই সাত জেলাতে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

    উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

    দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার ছাড়া বাকি সমগ্র উত্তরবঙ্গে শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে পারে। রবিবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার এবং রবিবার তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে মালদা এবং দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে।

    উত্তরবঙ্গে কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা

    উত্তরবঙ্গের একাধিক জেলায় শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতেও শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে।

  • Link to this news (এই সময়)