• Breaking News Live: রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
    এই সময় | ০৯ মে ২০২৫
  • আজ রবীন্দ্রজয়ন্তী। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবসে তাঁকে প্রণাম জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে শুক্রবার এক্সে তিনি একটি পোস্ট করেছেন।

    শুক্রবার রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে রাজ‍্য সরকারের উদ্যোগে একাধিক অনুষ্ঠান হবে। রবীন্দ্র সদন প্রাঙ্গণেও আজ একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য তথ্য সংস্কৃতি দফতর। আজকে সেই অনুষ্ঠানে যোগ দেওযার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়ের।

    আজ আইপিএলে মুখোমুখি লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শুক্রবার বেঙ্গালুরু জিতলে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে চলে যাবে। তবে লখনউয়ের আজ মরণ-বাঁচন লড়াই। হারলেই এ বারের প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে তারা।

    বৃহস্পতিবারের পর আজও দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ শুরু হয়েছে। শুক্রবার থেকে সোমবার তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়বে। এই কয়েকদিন তাপপ্রবাহ চলবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। এ দিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার ছাড়া বাকি সমগ্র জায়গায় শুক্রবার থেকে তাপমাত্রা বাড়তে পারে। কলকাতাতেও আজ তাপমাত্রা বেড়ে তীব্র গরম পড়তে পারে।

  • Link to this news (এই সময়)