• বাড়ছে গরম, সপ্তাহান্তে তাপমাত্রার পারদ ছাড়িয়ে যেতে পারে ৪০ ডিগ্রি ...
    আজকাল | ০৯ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ যুদ্ধের আবহে চড়চড় করে বাড়ছে তাপমাত্রাও। গত কয়েকদিন ঝড়বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও ফের পারদ বাড়ছে। বৃহস্পতিবার থেকেই তাপপ্রবাহ পরিস্থিতি শুরু হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। যা চলবে আগামী সোমবার পর্যন্ত। 

    গরম বেড়েছে দক্ষিণের জেলাগুলিতে। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবারও দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম থাকবে। শনিবার থেকে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। রবি এবং সোমবারও একই পরিস্থিতি বজায় থাকবে। ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাপিয়ে যেতে পারে তাপমাত্রার পারদ। 

    হাওয়া অফিস বলছে, আগামী তিনদিনে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই। বাড়বে কলকাতার তাপমাত্রাও। ঝড়বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করতে পারে। 

    দক্ষিণের পাশাপাশি উত্তরবঙ্গেরও তাপমাত্রা বাড়বে। সেখানেও রবিবারের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। দুই দিনাজপুর জেলার কিছু অংশে অস্বস্তিকর শুষ্ক আবহাওয়া তৈরি হবে। মালদায় তৈরি হবে তাপপ্রবাহ পরিস্থিতি। 

    তবে উত্তরবঙ্গের জন্য স্বস্তির খবরও থাকছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দার্জিলিং–সহ উপরের দিকের জেলাগুলিতে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গে। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ–সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 
  • Link to this news (আজকাল)