অর্কদীপ্ত মুখোপাধ্যায়: ভারত পাকিস্তান যুদ্ধের আবহে স্থগিত নির্বাচন! দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া উপনির্বাচন স্থগিত নদিয়ার কালিগঞ্জ বিধানসভা। নির্বাচন কমিশন সূত্রে তেমনই খবর।
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে কেন উপনির্বাচন? চলতি বছরের ১ ফেব্রুয়ারি প্রয়াত হন কালিগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ। তারপর থেকে আসনটি খালি। এখন নিয়ম অনুযায়ী ৩১ জুলাইয়ের মধ্য়ে উপনির্বাচন করাতে হবে এই আসনে। কিন্তু গোটা রাজ্যজুড়েই এখন 'ভুতুড়ে' ভোটার খোঁজার কাজ চলছে। ফলে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা করা যায়নি।
কমিশম সূত্রে খবর ছিল, , কালীগঞ্জের জন্য স্পেশ্যাল সামারি রিভিশন করা হবে। জেলা প্রশাসনিক আধিকারিকদের এই মর্মে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের দাবি, ৮ এপ্রিলের মধ্যে খসড়া তালিকা প্রকাশ করা হবে। ৫ মে-র মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। তারপরই ঘোষিত হবে উপনির্বাচনের দিনক্ষণ। কিন্ত পরিবর্তি পরিস্থিতি আপাতত স্থগিত উপনির্বাচন।