• ‘ভারত চাইলে পাকিস্তান ধ্বংস হয়ে যাবে’, আর কী বলছেন কার্গিল-যোদ্ধা
    এই সময় | ০৯ মে ২০২৫
  • ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে শরিক ছিলেন হুগলির বাসিন্দা উমাপদ গুঁই। সেই সময় তিনি চোখের সামনে দেখেছিলেন কী ভাবে ভারত পাকিস্তানকে একেবারে গুঁড়িয়ে দিয়েছিল। দীর্ঘ বছর পেরিয়ে ফের ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। ‘অপারেশন সিঁদুর’-এ ভারতের সাফল্য দেখে প্রাক্তন সেনা কর্মী মনে করছেন, পাকিস্তানকে সমূলে বিনাশ করতে ভারতের বেশি সময় লাগবে না।

    উমাপদর জীবন

    ২১ বছর সেনা বাহিনীতে কাজ করেছেন উমাপদ গুঁই। তিনি ভারতীয় সেনাবাহিনীর গাড়ি চালাতেন। বর্তমানে অবসর জীবন কাটাচ্ছেন প্রাক্তন সেনা কর্মী। দেশের সেবা করে তিনি একাধিক মেডেলও পেয়েছেন। তবে এখন যদি প্রয়োজন হয়, তাহলে তিনি দেশের জন্য লড়াইয়ের ময়দানে নামতেও প্রস্তুত।

    কার্গিল যুদ্ধে উমাপদ

    কার্গিল যুদ্ধের সময় সেখানেই পোস্টিং ছিল উমাপদের। যুদ্ধের সময় সেনাদের নিয়ে যাওয়া, পাহাড়ি পথে সেনার রসদ নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া সবই করেছেন তিনি। আর সে সব করতে করতেই তিনি দেখেছেন টাইগার হিল থেকে পাক সেনার গোলাবর্ষণ ও ভারতীয় সেনার পাল্টা জবাব। সেই জয় দেখার পর ভারতকে নিয়ে এখন আত্মবিশ্বাসী প্রাক্তন সেনা কর্মী।

    ‘অপারেশন সিঁদুর’ দেখার পর কী বলছেন প্রাক্তন সেনা কর্মী?

    ‘অপারেশন সিঁদুর’ দেখার পর ভারতের সাফল্যে তিনি অত্যন্ত খুশি। উমাপদের কথায়, ‘ভারত ও পাকিস্তান উভয়েই পরমাণু শক্তিধর দেশ। যদিও পরমাণু প্রয়োগ এখন যুদ্ধের নিয়ম নয়। কিন্তু ভারত যদি সেটা প্রয়োগ করে তাহলে পাকিস্তান আর টিকবে না। একেবারে নাম ও নিশান মুছে যাবে। ভারত চাইলে পাকিস্তানকে খতম করতে আমাদের বেশি সময় লাগবে না।’

    প্রাক্তন সেনা কর্মী বলেন, ‘আমি পা বাড়িয়ে রয়েছি যাওয়ার জন্য। যদি ডাকে আমি যুদ্ধের জন্য ময়দানে নামতেও প্রস্তুত। কিন্তু আমাদের মত প্রাক্তনদের এখন আর প্রয়োজন নেই ভারতের। কারণ আমি মনে করি এখন ভারতের সেনা বল অনেক বেশি। এই সময় প্রত্যেক ভারতবাসীর উচিত দেশের পাশে থাকা।’

  • Link to this news (এই সময়)