আজকাল ওয়েবডেস্ক: টোটো চুরি করে তার চালককে খুন করার অভিযোগ উঠল মুর্শিদাবাদে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই টোটোচালকের নাম ডালিম শেখ (২৮)। তাঁর বাড়ি ফরাক্কা থানার গোপালনগর গ্রামে। ঘটনাটি ঘটেছে সামশেরগঞ্জের ফিডার ক্যানেল সংলগ্ন এলাকায়। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার অমিত কুমার সাউ বলেন, ‘ওই যুবকের মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে ইতিমধ্যেই আমরা দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে। এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি।’
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে চার সন্তানের বাবা ডালিম শেখ তাঁর নতুন কেনা টোটো নিয়ে বাড়ি থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে ধুলিয়ান শহরে আসেন। ওই এলাকা থেকেই তিনি বিভিন্ন জায়গায় যাত্রী নিয়ে যাতায়াত করতেন।
মৃত ওই যুবকের এক আত্মীয় আনিকুল শেখ বলেন, ‘বৃহস্পতিবার রাত ন’টা বেজে যাওয়ার পর থেকে আমরা ডালিমের কোনও খোঁজ পাচ্ছিলাম না। এরপর বিভিন্ন জায়গায় আমরা খোঁজাখুঁজি শুরু করি। রাতভর ডালিমের খোঁজ মেলেনি।’
তিনি বলেন, ‘শুক্রবার সকালে আমরা খবর পাই সামশেরগঞ্জের ফিডার ক্যানেল সংলগ্ন এলাকায় এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। আমরা কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলে মৃত ব্যক্তির ছবি জোগাড় করি। ঘাটে গিয়ে আমরা দেখতে পাই দেহটি ডালিমের।’
মৃতের পরিবারের দাবি, সম্প্রতি ডালিম একটি নতুন টোটো কিনেছিলেন। ডালিম খুন হওয়ার পর থেকে তাঁর কেনা টোটোটির সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যদের অনুমান তাঁদের পরিবারের একমাত্র রোজগেরে সদস্যকে ওই টোটোটির জন্যই খুন করা হয়েছে।
সামসেরগঞ্জ থানার এক আধিকারিক বলেন, মৃতদেহ উদ্ধারের সময় তাঁর মাথা এবং শরীরের অন্য কয়েকটি জায়গায় মোটা এবং ভারী কোনও কিছু দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের অনুমান ডালিম টোটো ছিনতাই করতে বাধা দেওয়ায় তাঁকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করা হয়ে থাকতে পারে।