বড় খবর! বীরভূমে গ্রেফতার ২ জঙ্গি, বাংলাদেশের জামাত-এর সদস্য
আজ তক | ০৯ মে ২০২৫
পাক সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি। জঙ্গি দমনে নেমেছে ভারতীয় বাহিনী। আর এর মাঝেই বীরভূমে জামাতুল মুজাহিদিন বাংলাদেশের সঙ্গে যুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। বৃহস্পতিবার মধ্যরাতে পশ্চিমবঙ্গের স্পেশাল টাস্ক ফোর্সের একটি টিম বীরভূম জেলার নলহাটি এবং মুরারাইতে একযোগে অভিযান চালিয়ে এই দুই ব্যক্তিকে গ্রেফতার করে।
বীরভূমের নটলাহিট থেকে গ্রেফতার করা হয় আজমল হোসেনকে। আজমলের বয়স ২৮ বছর। অন্যদিকে সাহেব আলী খানকে গ্রেফতার করা হয় মুরারাইকে। সাহেবের বয়সও ২৮ বছর। জানা যাচ্ছি, এই দুজন ভারতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি-র মতাদর্শ প্রচার করছিল।
ধৃতরা এমন একটি মডিউলের অংশ যারা এনক্রিপ্ট করা অত্যাধুনিক মাধ্যম ব্যবহার করে রাষ্ট্রদ্রোহী ও জেহাদি প্রচারে নিয়োজিত এবং ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি ক্ষতিকর কর্মকাণ্ড সংঘটিত করার জন্য নির্দিষ্ট ব্যক্তি ও স্থানকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করেছিল। তারা ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার লক্ষ্যে মুসলিম যুবকদের জঙ্গি সংগঠনে যোগদান এবং তাদের মৌলবাদী করার জন্য নিয়োগ ও অনুপ্রাণিত করার কাজে নিয়োজিত ছিল।
ধৃত আজমল হোসেন এর আগেও জেহাদি কার্যকলাপে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেছিল এবং উপমহাদেশের অন্যান্য অংশে তার সংযোগ ছিল। এই দুইজন তাদের অন্যান্য সহযোগীদের সঙ্গে "গাজওয়াতুল হিন্দ" এর আদর্শ প্রচার ও অনুশীলনের জন্য আগ্নেয়াস্ত্র সংগ্রহের চেষ্টা করছিল এবং বিস্ফোরক প্রস্তুত করার পরিকল্পনা করেছিল। আজ তাদের বীরভূমের রামপুরহাটের এলডি এসিজেএম আদালতে হাজির করা হচ্ছে এবং বিস্তারিত জিজ্ঞাসাবাদ এবং মডিউলের অন্যান্য বিষয় খুঁজে বের করার জন্য পুলিশ হেফাজতের আবেদন করা হচ্ছে।