• কখন কলকাতায় বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা? জানাল আবহাওয়া দপ্তর
    বর্তমান | ০৯ মে ২০২৫
  • কলকাতা: শুক্রবারও শহর কলকাতায় বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা। যদিও দিনে গরম বজায় থাকবে। বেলা ১০টার পর থেকেই বাইরে বের হওয়া প্রায় দুষ্কর হয়ে উঠছে। আর সন্ধ্যার পরই কলকাতায় নামতে পারে বৃষ্টি। যার জেরে তাপমাত্রাতেও কিছুটা স্বস্তি ফিরতে পারে।আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস মোতাবেক, আজ শুক্রবার শহরে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৮ ডিগ্রি ও ২৮ ডিগ্রির আশেপাশে। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা  ছিল ৩৭.৪ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি।অন্যদিকে, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলি এবং উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুর জেলায় কোনও কোনও স্থানে তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও চড়া গরম থাকবে। শনিবার থেকে গরমের মাত্রা বেশি বাড়বে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের দীর্ঘকালীন পূর্বাভাসে জানানো হয়েছে, ১৫ মে’র পর বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে।     
  • Link to this news (বর্তমান)