• রাজ্যে সরকারি স্কুলে গরমের ছুটির মেয়াদ বাড়ল
    দৈনিক স্টেটসম্যান | ০৯ মে ২০২৫
  • রাজ্যের সরকার পোষিত এবং ভারপ্রাপ্ত স্কুলগুলিতে গরমের ছুটি বাড়ল। ৩১ মে পর্যন্ত স্কুলগুলিতে গরমের ছুটি থাকবে। ২ জুন থেকে আবার স্কুলে যাবে পড়ুয়ারা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয় ১৩ মে এবং মাধ্যমিক বিদ্যালয় খোলার কথা ছিল ২৪ মে। তবে তীব্র তাপদাহের কারণেই ছুটির মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

    বছরের শুরুতে যে শিক্ষাবর্ষের ক্যালেন্ডার তৈরি করা হয়েছিল, তাতে ছুটি শুরু হওয়ার কথা ছিল ১২ মে। গরমের ছুটি শেষ হওয়ার কথা ছিল ২৩ মে। তবে তীব্র গরম ও পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে ছুটি এগিয়ে নিয়ে আসে রাজ্য সরকার।

    তীব্র গরমের জন্য রাজ্য সরকারের অধীনে থাকা স্কুলগুলিতে ৩০ এপ্রিল থেকে ছুটি দেওয়া হয়। প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণি প্রতিটি শ্রেণিরই ছুটি রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমস্ত বিদ্যালয় আগামী ২ জুন, সোমবার থেকে চালু হবে। বিদ্যালয় কর্তৃপক্ষকে সেই অনুযায়ী যাবতীয় পদক্ষেপ করার নির্দেশও রয়েছে।

    এই সিদ্ধান্তের আওতায় রয়েছে প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তাছাড়াও দার্জিলিং ও কালিম্পং-এর পাহাড়ি উপবিভাগগুলির বিদ্যালয়গুলিও থাকছে (যদিও আগে এই জেলাগুলি ছুটির আওতায় ছিল না)।

    গত বছর সরকারি স্কুলগুলিতে ৯ মে থেকে ২০ মে পর্যন্ত গরমের ছুটি ছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে ২১ এপ্রিলই ছুটি পড়ে যায়। ছুটির মেয়াদ শেষ হয় ২ জুন। অর্থাৎ, গতবার প্রায় দু’মাস ছিল গরমের ছুটি।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)