• হাসিমারায় সেনাছাউনিতে উঁকি, গ্রেপ্তার এক যুবক
    দৈনিক স্টেটসম্যান | ০৯ মে ২০২৫
  • পহেলগাম সন্ত্রাস হামলার জবাব দিয়েছে ভারতীয় সেনা। ‘অপারেশন সিঁদুর’ এর মাধ্যমে ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে তাঁরা। পাকিস্তানও পাঞ্জাবের দিকে হামলা চালিয়েছে। গোটা দেশে এক প্রকার যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে। এরই মধ্যে উত্তর ভারতের সেনা ঘাঁটি আলিপুরদুয়ারের হাসিমারা বায়ুসেনা ছাউনিতে উঁকি দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে গাছে উঠে বায়ুসেনার ছাউনিতে উঁকি মারছিলেন ওই যুবক। আলিপুরদুয়ারের পুলিশ সূত্রে খবর, সন্দেহভাজন এই ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হবে।

    হাসিমারার বায়ুসেনার ঘাঁটি দেশের সামরিক ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ। পহেলগাম হামলার প্রত্যাঘাতের প্রস্তুতির জন্য এখান থেকেই রাফালের মতো যুদ্ধবিমান পশ্চিম প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। কড়া নজরদারির আওতায় এখনও হাসিমারায় যুদ্ধ প্রস্তুতি চালাচ্ছে বায়ুসেনা। এই আবহে বৃহস্পতিবার দুপুর নাগাদ এক যুবক গাছে উঠে সেনাছাউনিতে উঁকি দিচ্ছে দেখে সন্দেহ হয় অনেকের। তৎক্ষণাৎ তাঁকে আটক করে সেনাছাউনিতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কিন্তু তাঁর এই ব্যবহারের কোনও কারণ জানাতে পারেনি ওই যুবক।

    জানা গিয়েছে, ধৃত যুবক সুজিত ঘোষ (২২) আলিপুরদুয়ারের নিকটস্থ ঘাগরা এলাকার বাসিন্দা। তাঁকে আটক করে সেনাছাউনিতে আনার পর জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তাঁর কথায় অসঙ্গতি মিলেছে। এই উঁকি মারার কোনও নির্দিষ্ট কারণ সে দেখাতে পারেনি। এরপরই পুলিশে খবর দেওয়া হয়েছিল। পুলিশ এসে সুজিতকে গ্রেপ্তার করে। এই ঘটনায় তাঁর পরিবার যথেষ্ট চিন্তিত। পরিবার সূত্রে জানা গিয়েছে, নিমতি এলাকার একটি দোকানে সে কাজ করে। বাড়ি থেকে দোকানে যাবে বলেই সে বেরিয়েছিল। কিন্তু আলিপুরদুয়ার থেকে কেন হাসিমারায় সে পৌঁছেছে তা কেউই জানে না। আলিপুরদুয়ারের পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানিয়েছেন, ওই যুবকের গতিবিধি যথেষ্ট সন্দেহজনক। তাঁকে জেরা করে এই কার্যকলাপের কারণ জানার চেষ্টা করা হচ্ছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)