• রাজ্য সরকারি কর্মীদের ছুটি বাতিল
    দৈনিক স্টেটসম্যান | ০৯ মে ২০২৫
  • ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য সরকারি কর্মচারিদের ছুটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি জারি করে এ বিষয়টি জানিয়েছে নবান্ন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত রাজ্যের সমস্ত সরকারি কর্মীর ছুটি বাতিল করা হল। এই নির্দেশিকার পরেই অনির্দিষ্টকালের জন্য সব দপ্তরের কর্মীদের ছুটি বাতিল করেছে কলকাতা পুরসভা। এই মর্মে সব দপ্তরের বিভাগীয় আধিকারিকদের বার্তা দেওয়া হয়েছে।

    নবান্নের তরফে জানানো হয়েছে, আগে থেকে যাঁরা ছুটি নিয়েছিলেন তাঁদের ছুটিও বাতিল হবে। শুধুমাত্র শারীরিক কোনও অসুস্থতার কারণে কেউ ছুটি নিয়ে থাকলে তাঁর ছুটি বহাল থাকবে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই নির্দেশ মেনে চলতে হবে কর্মীদের। বৃহস্পতিবার নবান্নের নির্দেশিকা আসার পরই কলকাতা পুরসভার প্রধান দপ্তর থেকে সমস্ত বিভাগে ছুটি বাতিল সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়। জানা গিয়েছে, জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
    পুরসভার নির্দেশিকায় কর্মীদের রাতে বেশি করে সতর্ক থাকতে বলা হয়েছে। টালা ট্যাঙ্ক সহ সমস্ত জলাধার এবং স্থাপত্যে ২৪ ঘণ্টা নজরদারি চালাতে বলেছে পুরসভা। পাশাপাশি বলা হয়েছে, সব সময় জলের ট্যাঙ্কগুলিকে প্রস্তুত রাখতে হবে। ত্রিপল, শুকনো খাবার, চাল-ডাল সহ সমস্ত ত্রাণ সামগ্রী মজুত রাখতে হবে। প্রয়োজনে নতুন করে খাদ্য সামগ্রী সংগ্রহ করতে হবে।

    এছাড়া, ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম খোলা রাখতে হবে। দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সবসময় সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে। সব সিনিয়র আধিকারিকদের মোবাইল ফোন চালু রাখতে বলা হয়েছে, যাতে রাতে জরুরি পরিস্থিতিতেও যোগাযোগ করা যায়।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)