দেবব্রত ঘোষ: ভারত-পাকিস্তান যুদ্ধ (India Pakistan War) নিয়ে এবার মুখ খুললেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারন সম্পাদক। অকল্যাণের ওপর কল্যানের, অশুভর ওপর শুভের, বর্বরতার উপর সভ্যতার এই যুদ্ধে ভারত মাতার বিজয় কামনা করলেন রামকৃষ্ণ মঠ মিশন ও বেলুড় মঠের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ। ভারতের এই যুদ্ধে আধ্যাত্মিক বা শাস্ত্রীয় দিক থেকে কোনও অন্যায় নেই বলে তিনি জানালেন। এ যুদ্ধ সরকারের নয়,সাধারণ মানুষের যুদ্ধ। তাই আপামর ভারতবাসীকে সরকারের পাশে থাকার আবেদন জানান।
তিনি বলেন, এদেশ স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণের দেশ। স্বামীজী বলেছেন, ভারতের কল্যাণ, আমার কল্যাণ। ভারতের প্রতিটি দলিল অতি পবিত্র। ভারত মাতাকে যে কোনওভাবে আঘাত করলে তার প্রত্যাঘাত করা হবে। এই প্রত্যঘাতে কোনও অপরাধ নেই বরং প্রত্যাঘাত না করাটা অপরাধ। সুবিরানন্দজি মহারাজ বলেন, এই যুদ্ধকে পূর্ণ সমর্থন করছেন তারা। ঈশ্বরের কাছে প্রার্থনা করা হচ্ছে যুদ্ধ জয়ে শক্তি দেবার জন্য।