নিরুফা খাতুন: শুক্রবার সকাল থেকেই আদ্রতাজনিত অস্বস্তি বাড়ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। প্রবল গরম ও অস্বস্তিকর আবহাওয়ায় কার্যত হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। বৃষ্টি কবে হতে পারে? সেই নিয়ে চর্চা চলছে। পরিস্থিতি নিয়ে এদিন বড় বার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী সপ্তাহে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
জানা গিয়েছে, পশ্চিম ও উত্তর পশ্চিম থেকে শুষ্ক হাওয়া বাংলায় ঢুকছে। সে কারণে, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ দেখা দিয়েছে। কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও একইভাবে তাপমাত্রা উর্ধ্বমুখী। সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে বলেও জানানো হয়েছে। ভ্যাবসা গরম থেকে কীভাবে মুক্তি পাওয়া যাবে? সেই পথই খুঁজছে সাধারণ মানুষ। জানা গিয়েছে, কেবল দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও একইভাবে তাপমাত্রা বাড়বে। শনিবার থেকে উত্তরবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার সতর্কতাও থাকছে। শনিবার ও রবিবার তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে।
তবে উত্তরের পাঁচ জেলাতে একইভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির কথাও জানানো হচ্ছে। জেলাগুলিতে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। দক্ষিণবঙ্গে শনি থেকে সোমবার পর্যন্ত তাপপ্রবাহ চলতে পারে। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও একইভাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তর ২৪ পরগনা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার। রবিবার বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে।
কলকাতাতেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। শুক্রবার সকাল থেকেই রোদের প্রবল তেজ দেখা গিয়েছে। তবে এখনই মহানগরে বৃষ্টির সম্ভাবনা নেই। জলীয় বাস্পের পরিমাণ আগামী দিনে কমে শুষ্ক বাতাসের পরিমাণ বাড়বে। সেই কথাই হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে।