অর্ণব আইচ: খাস কলকাতায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসারদের মার! নকল ব্যাগের বিকিকিনি ধরতে গিয়ে প্রহৃত ইবি কর্তারা। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় বাজার চত্বরে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুক্রবারের এই ঘটনায় ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সূত্রের খবর, নামি ব্র্যান্ডের নকল করে ব্যাগ বিক্রি করা হচ্ছিল। নামি ব্র্যান্ডের লোগো নকল করে চলছিল এই কারবার। নকল ব্যাগ আসলের দামেই বিক্রি করা হচ্ছিল হোলসেল মার্কেটে। কয়েক মাস ধরেই এনিয়ে অভিযোগ জমা পড়ছিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চে। সেই অভিযোগ খতিয়ে দেখতেই এদিন দুপুরে বড়বাজারে অভিযান চালায় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আধিকারিকরা। সেখানে তাঁদের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। সেই সময় ব্যবসায়ীদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন ইবি আধিকারিকরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়। অভিযুক্ত ব্যবসায়ীরা ইবির দুই আধিকারিককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
এই ঘটনায় বড়বাজার থানায় অভিযোগ দায়ের হয়েছে। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে বলে খবর। এই প্রথম নয়, এর আগেও নকল ব্যাগ, প্রসাধনী দ্রব্যের খোঁজে বড়বাজারে হানা দিয়েছিল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।