গরমের ছুটির পর কবে খুলবে স্কুল? জানাল স্কুল শিক্ষাদপ্তর
প্রতিদিন | ০৯ মে ২০২৫
ধীমান রক্ষিত: গরমের ছুটির পর রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলে খুলে যাওয়ার দিন ঘোষণা করল শিক্ষাদপ্তর। গ্রীষ্মকালীন ছুটির পর আগামী ২জুন খুলে যাবে রাজ্যের স্কুলগুলি। বৃহস্পতিবার নির্দেশিকা জারি করে একথা দিয়ে জানিয়েছে স্কুল শিক্ষাদপ্তর।
তীব্র গরমের জন্য রাজ্য সরকারের অধীনে থাকা স্কুলগুলিতে ৩০ এপ্রিল থেকে ছুটি দেওয়া হয়েছে। প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণি প্রতিটি শ্রেণিরই ছুটি রয়েছে। তবে সেই সময় জানানো হয়নি, ফের ন স্কুল খোলা হবে। শুধু বলা হয় পরবর্তী নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত স্কুলগুলিতে ছুটি থাকবে।
এই ঘোষণার পর শিক্ষক-শিক্ষিকাদের একাংশ ক্ষোভ প্রকাশ করে জানান, এই অনির্দিষ্টকালের ছুটি পড়ুয়াদের পড়াশোনার ক্ষতি করবে। বছরের শেষের দিকে বেশি চাপ পড়ে যাবে। বিশেষ করে উচ্চমাধ্যমিক যারা দেবে, তাদের সমস্যা হবে বলে শঙ্কা প্রকাশ করেন তাঁরা। তারপরই নতুন নির্দেশিকা জারি করে স্কুল শিক্ষাদপ্তর জানাল, ২ তারিখ স্কুল খুলে যাচ্ছে সব স্কুল।
বছরের শুরুতে যে শিক্ষাবর্ষের যে ক্যালেন্ডার তৈরি করা হয়েছিল, তাতে ছুটি হওয়ার কথা ছিল ১২ মে। গরমের ছুটি শেষ হওয়ার কথা ছিল ২৩ মে। তবে তীব্র গরম ও পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে ছুটি এগিয়ে নিয়ে আসে রাজ্য সরকার।