• ভুয়ো অ্যাপেই লুকিয়ে বিপদ! পুলিশ অফিসারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও ১০ লক্ষ টাকা
    প্রতিদিন | ০৯ মে ২০২৫
  • অর্ণব আইচ: ব‌্যাঙ্কের অ‌্যাপের আড়ালে ‘বিষাক্ত’ মিরর অ‌্যাপ। ওই অ‌্যাপ ডাউনলোড করেই দশ লাখ টাকা খোয়ালেন কলকাতা পুলিশের এক আধিকারিক। এই ব‌্যাপারে ট্রাফিক বিভাগের ওই পুলিশ অফিসার পূর্ব কলকাতার এন্টালি থানায় অভিযোগ দায়ের করেছেন।

    পুলিশ জানিয়েছে, কর্মসূত্রে কলকাতায় থাকলেও তাঁর আদি বাড়ি পূর্ব বর্ধমানের মেমারিতে। প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত একটি সমস‌্যা সমাধানের জন‌্য তিনি একটি ওয়েবসাইট সার্চ করেন। সেখানেই মেমারির একটি রাষ্ট্রায়ত্ত ব‌্যাঙ্কের ম‌্যানেজারের নম্বর সামনে আসে। ওই নম্বরে তিনি ফোন করতে এক ব‌্যক্তি নিজেকে ম‌্যানেজার বলে পরিচয় দেয়। সে ওই পুলিশ অফিসারকে হোয়াটস অ‌্যাপে ‘কাস্টমার সাপোর্ট’ নামে একটি অ‌্যাপের লিঙ্ক পাঠিয়ে তা ডাউনলোড করতে বলে।

    ওই অ‌্যাপেই অভিযোগ জানাতে বলে বলে তাঁকে জানানো হয়। তিনি ব‌্যক্তিটিকে বিশ্বাস করে অ‌্যাপটি ডাউনলোড করে ব‌্যাঙ্কের কিছু তথ‌্যও দেন। পুলিশ আধিকারিক বুঝতেও পারেননি যে, ব‌্যাঙ্কের অ‌্যাপের আড়ালে সেটি টাকা হাতানোর ‘মিরর’ অ‌্যাপ। তাঁকে দেড় ঘণ্টা অপেক্ষা করতে বলা হয়। এর মধ্যেই একটি মেসেজের মাধ‌্যমে জানতে পারেন যে, তাঁর ওই ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্ট থেকে দু’দফায় পাঁচ লক্ষ টাকা করে মোট দশ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। এই ব‌্যাপারে তিনি এন্টালি থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ তদন্ত শুরু করেছে। যে মোবাইল থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়, সেই নম্বরের মাধ‌্যমেই তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)