সরকারি চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার একজন। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুরের। ধৃত মঙ্গল বেরার বিরুদ্ধে ১৬ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। সেই অভিযোগের তদন্তে নামে সোনারপুর থানার পুলিশ। বৃহস্পতিবার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। সূত্রের খবর, অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রের খবর, কুলপি থানা এলাকার বাসিন্দা পার্থসারথি বর্মন ২০২১ সালে সোনারপুরের একটি মেসে থাকতেন। সেখান থেকেই পড়াশোনা করে চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন। তখনই তাঁর সঙ্গে আলাপ হয় অভিযুক্ত মঙ্গল বেরার। অভিযোগ, মঙ্গল বেরা নিজেকে সরকারি দপ্তরে উচ্চপদস্থ কর্মী হিসেবে পরিচয় দিয়েছিলেন। পার্থসারথিকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন।
চাকরি পাওয়ার আশায় অভিযুক্তকে সেই টাকা দিতে রাজি হয়ে যান পার্থসারথি। সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কয়েক দফায় মোট ১৬ লক্ষ টাকা হাতিয়ে নেন মঙ্গল বেরা। প্রথমে ৮ লক্ষ টাকা অনলাইনে এবং পরে আরও ৮ লক্ষ টাকা নগদে মঙ্গলকে দেন অভিযোগকারী। এর পর দীর্ঘদিন পেরিয়ে যায়। ২০২৪ সালে সরকারি চাকরিও পেয়ে যান পার্থসারথি। তিনি বুঝতে পারেন, ওই চাকরি তিনি নিজের যোগ্যতাতেই পেয়েছেন। চাকরি পাওয়ার পিছনে মঙ্গলের কোনও হাত নেই।
পুলিশ সূত্রের খবর, সরকারি চাকরি পাওয়ার পর ১৬ লক্ষ টাকা অভিযুক্তের কাছ থেকে ফেরত চান পার্থ। কিন্তু কিছুতেই সেই টাকা না মেলায় সন্দেহ হয় অভিযোগকারীর। এর পরই অভিযুক্তের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন পার্থ। বৃহস্পতিবার মঙ্গল বেরাকে গ্রেপ্তার করে সোনারপুর থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।