• ২০ বছরের প্রতীক্ষার অবসান, সসম্মানে উচ্চ মাধ্যমিক পাশ নদিয়ার মঞ্জুরির
    এই সময় | ০৯ মে ২০২৫
  • ছোটো থেকেই পড়াশোনা করার অদম্য ইচ্ছা। কিন্তু মাধ্যমিক পরীক্ষার পরেই বিয়ে হয়ে যায়। বন্ধ হয়ে যায় পড়াশোনা। তবে নিজের জেদে ও পরিবারের সাহায্যে ২০ বছর বাদে ফের পড়াশোনা শুরু করেন নদিয়ার বাসিন্দা মঞ্জুরি মন্ডল বিশ্বাস। চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে তিনি ভালো ভাবে পাশ করেছেন। উচ্চ মাধ্যমিকে তাঁর প্রাপ্ত নম্বর ২১১। এত বছর বাদে মা ফের পড়াশোনা শুরু করায় খুশি তাঁর দুই ছেলে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর মঞ্জুরির ইচ্ছে চাকরি করে সংসারের হাল ধরার।

    ২০ বছর আগে মুর্শিদাবাদের রামনগরের বাসিন্দা মঞ্জুরির বিয়ে হয় রাকেশ বিশ্বাসের সঙ্গে। রাকেশ বিশ্বাসের বাড়ি নদিয়ার পলাশী পাড়ার রানিনগরে। তিনি একজন কৃষিজীবী। মাধ্যমিকের পর পরই বিয়ে হয়ে যাওয়ায় আর পড়াশোনা চালাতে পারেননি মঞ্জুরি। পড়াশোনার ইচ্ছা থাকলেও সংসারের চাপে তা আর হয়ে উঠত না। মঞ্জুরির বড় ছেলে রমেশ বিশ্বাস কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। ছোট ছেলে রোহিত সপ্তম শ্রেণিতে পড়ে। ছোট থেকেই পড়াশোনা করে প্রতিষ্ঠিত হতে চেয়েছিলেন মঞ্জুরি।

    বিয়ের এত বছর পর তাঁর সেই স্বপ্ন পূরণ করালো বড় ছেলে রমেশ। শিক্ষাক্ষেত্রে রমেশই মায়ের পথপ্রদর্শক। মাকে পড়াশোনায় যাবতীয় সাহায্য করার পাশাপাশি ক্রমশ উৎসাহ যুগিয়ে এসেছেন তিনি। নদিয়ার পলাশীপাড়া নেতাজি বিদ্যামন্দির থেকে এ বার উচ্চ মাধ্যমিক পাশ করেছেন মঞ্জুরি তিনি।

    মঞ্জুরি জানিয়েছেন, সংসার করতে গিয়ে সব সময় তাঁর স্কুলে যাওয়া হতো না। কিন্তু স্কুল শিক্ষকরা সব সময় তাঁকে সাহায্য করেছেন। মঞ্জুরির সাফল্যে খুশি সেই স্কুলের সমস্ত শিক্ষক-শিক্ষিকা। উচ্চ মাধ্যমিক পাশের পরে চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে চান মঞ্জুরি। তিনি চান উপার্জন করে সংসারের হাল ধরতে।

  • Link to this news (এই সময়)