• সিসি ক্যামেরায় নজরদারি ডিজি কন্ট্রোল রুম থেকে
    আনন্দবাজার | ০৯ মে ২০২৫
  • কলকাতা পুলিশের ধাঁচে এখন নবান্নের পুলিশ কন্ট্রোল রুম থেকে কয়েক হাজার সিসি ক্যামেরার মাধ্যমে গোটা রাজ্যের অবস্থা সরাসরি দেখতে পাচ্ছেন পুলিশকর্তারা। সূত্রের খবর, মাস কয়েক আগেই সব জায়গার ছবি দেখার জন্য নবান্নে একটি পৃথক সিসি ক্যামেরা কন্ট্রোল রুম করা হয়েছিল। যেখান থেকে গোটা রাজ্যের সিসি ক্যামেরার ছবি দেখা যাচ্ছিল। এবার তার সঙ্গেই যুক্ত করা হয়েছে ডিজি কন্ট্রোল রুমকে। সূত্রের খবর, এর ফলে কোথাও কোন গোলমাল হলে সেই ছবি কন্ট্রোল রুমে বসে দেখেই ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হচ্ছে।

    পুলিশ সূত্রের খবর, রাজ্য পুলিশে বর্তমানে কমিশনারেট, পুলিশ জেলা এবং রেল পুলিশকে নিয়ে ৩৮টি পুলিশ জেলা রয়েছে। থানার সংখ্যা প্রায় ৫৭০টি। অধিকাংশ থানাতেই সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানো হয়ে থাকে। গোটা রাজ্য প্রায় তিরিশ হাজারের বেশি সিসি ক্যামেরা রয়েছে পুলিশের। তার মধ্যে আপাতত দশ হাজারের মতো ক্যামেরার সঙ্গে সংযোগ স্থাপন করা হয়েছে নবান্নের ওই কন্ট্রোল রুমের। সূত্রের দাবি, দ্রুত বাকি সব থানা এলাকার সিসিটিভির সঙ্গে নবান্নের যোগাযোগ স্থাপনের কাজ শেষ হবে।

    পুলিশ জানিয়েছে, প্রথমে নবান্নের সঙ্গে হাওড়া পুলিশ এবং বিধাননগর কমিশনারেট এলাকার সিসি ক্যামেরার সংযোগ স্থাপন করা হয়েছিল। তার পর ধাপে ধাপে বাকি এলাকার সঙ্গে ওই নতুন কন্ট্রোল রুমের সংযোগ স্থাপন করা হয়েছে। পুলিশের একাংশের মতে শমসেরগঞ্জের মতো এলাকায় দেখা গিয়েছে সেখানে পুলিশের কোনও সিসি ক্যামেরাই নেই। যার ফলে সেখানে গোলমালের তদন্ত করতে গিয়ে তদন্তকারীদের বেগ পেতে হয়েছিল প্রথমে। অনেক গ্রামীণ এলাকায় এখনও সিসি ক্যামেরার নজরদারি নেই। ওই ধরনের এলাকা বেছে নিয়ে সে সব সব জায়গাতেও সিসি ক্যামরা বসিয়ে তার সঙ্গে নবান্নকে জুড়ে দেওয়ার জন্য পুলিশকর্তারা নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর।
  • Link to this news (আনন্দবাজার)