• ‘আমরা অত্যন্ত সতর্ক রয়েছি’, বিধানসভার নিরাপত্তা নিয়ে বললেন স্পিকার বিমান
    আনন্দবাজার | ০৯ মে ২০২৫
  • ভারত এবং পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার আবহে নিরাপত্তা নিয়ে সতর্ক পশ্চিমবঙ্গ বিধানসভা। শুক্রবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সংবাদমাধ্যমকে বলেন, “আমরা অত্যন্ত সতর্ক রয়েছি।” বিধানসভার নিরাপত্তার দায়িত্বে থাকা সকলের ছুটি বাতিল হয়েছে বলে জানান স্পিকার। একই সঙ্গে তিনি বলেন, “আমি মনে করি না প্রত্যাঘাত যতই বেশি হোক, তা এতদূর আসবে।”

    দেশের যে রাজ্যগুলির সঙ্গে পাকিস্তান এবং নেপালের সীমান্ত রয়েছে, তেমন ১০টি রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে বুধবার বৈঠক করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তার পরেই বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মমতা বলেন, ‘‘আপনি ভাবছেন কাশ্মীরের উপর দিয়ে হবে। যদি এখানে হয়!’’

    বর্তমান পরিস্থিতিতে সামগ্রিক ভাবে প্রশাসনকেও সতর্ক করেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, ‘‘টাস্ক ফোর্সকে সঙ্গে নিয়ে বাজারগুলিতে নিয়মিত নজরদারি চালাতে হবে। প্রয়োজনে হঠাৎ হানাও দিতে হবে।’’ হঠাৎ হানা বা ‘সারপ্রাইজ় ভিজ়িট’-এর নামে যাতে অনিয়ম না-হয়, সে বিষয়েও সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই আবহে বিধানসভার নিরাপত্তা নিয়ে মুখ খুললেন স্পিকার।
  • Link to this news (আনন্দবাজার)