উত্তরবঙ্গের সীমান্তে সেনাবাহিনীর যাতায়াতে সুবিধা করে দিচ্ছে রেল! স্টেশনে স্টেশন তৈরি হচ্ছে র্যাম্প
আনন্দবাজার | ০৯ মে ২০২৫
আপৎকালীন পরিস্থিতিতে সেনাবাহিনীর যাতায়াতে যাতে কোনও রকম অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে উদ্যোগী হল রেল। উত্তরবঙ্গের কয়েকটি স্টেশনে সেনার গতিবিধি সহজ করতে তৈরি করা হচ্ছে র্যাম্প।
রেল সূত্রে খবর, আলিপুরদুয়ার ডিভিশনের একাধিক জায়গায় সীমান্তবর্তী স্টেশনগুলিতে বিশেষ র্যাম্প বসানো হচ্ছে। যার ফলে জওয়ানেরা ট্রেনে করে তাঁদের ছোট গাড়ি, ট্রাক এবং যুদ্ধের সামগ্রী নিয়ে যাতায়াত করতে পারবেন। স্টেশনগুলিতেও বাড়ানো হয়েছে নিরাপত্তা। নাশকতা রুখতে পুলিশ কুকুর দিয়ে স্টেশন এবং ট্রেনগুলিতে নজরদারি চালাচ্ছে আরপিএফ এবং জিআরপি।
আলিপুরদুয়ার জংশন রেল ডিভিশনের ডিআরএম অমরজিৎ গৌতম বলেন, ‘‘বর্তমানে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে গোটা দেশ জুড়েই নিরাপত্তা বেড়েছে। একই ভাবে আলিপুরদুয়ার রেল ডিভিশনের তরফেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। সীমান্তবর্তি এলাকার রেলস্টেশনগুলিতে নজরদারি চালাচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স ও জেনারেল রেলওয়ে পুলিশের কর্মীরা। এ ছাড়াও সেনাবাহিনীর যাতায়াতের সুবিধার্থে বেশ কয়েকটি রেলস্টেশনে নতুন করে র্যাম্প তৈরি করা হয়েছে। যাতে করে আপৎকালীন পরিস্থিতিতে সেনাবাহিনী অবাধে যাতায়াত করতে পারে। বর্তমান পরিস্থিতি যথেষ্ট সংবেদনশীল থাকায় নিরাপত্তাজনিত বিষয়ে বলা সম্ভব নয়। তবে সেনাবাহিনীর সহযোগিতায় রেল দফতর সব সময় প্রস্তুত।’’